৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

উজিরপুরে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামী গ্রেপ্তার

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৭:৪৪ অপরাহ্ণ, ২৭ সেপ্টেম্বর ২০২৩

উজিরপুরে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল জেলার উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকার পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ৬ আসামীকে গ্রেফতার করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে উজিরপুরের বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতাররা হলেন উপজেলার হরিদ্রাপুর গ্রামের মৃত আলী আকবর হাওলাদারের পুত্র রাসেল হাওলাদার, কালবিলা গ্রামের চিত্তরঞ্জন বাড়ৈর পুত্র চিন্ময় বাড়ৈ, মালিকান্দা গ্রামের মো. নুরুল ইসলাম বেপারীর স্ত্রী ফাতেমা খাতুন, রৈভদ্রাদী গ্রমের আবুল হোসেনের পুত্র মো. জলিল, নয়াবাড়ী গ্রামের খালেক মোল্লার পুত্র শহিদুল ইসলাম এবং হারতা গ্রামের ব্রজবাসী মন্ডলের পুত্র সুখরঞ্জন মন্ডল।

উজিরপুর মডেল থানার এসআই সজিব মন্ডল, এসআই মো. মেহেদী হাসান, এএসআই বিল্লাল হোসেন, এএসআই মো. সুমন তালুকদার, এএসআই মো. বরকত আলি, এএসআই মো. আল মামুনের নেতৃত্বে পৃথক অভিযানে আসামীদেরকে গ্রেফতার করা হয়। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ জানান, অভিযানে গ্রেফতারদের আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।

36 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন