বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৭:৫৯ অপরাহ্ণ, ০৩ জানুয়ারি ২০১৮
বরিশালের উজিরপুর উপজেলায় অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের শীত নিবারণের জন্য ৯টি ইউনিয়ন ও পৌরসভার ১শ’ শীতার্ত নারী-পুরুষের মধ্যে চাদর বিতরণ করেন জেলা পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম (বিপিএম)। বুধবার (৩ জানুয়ারী) উজিরপুর মডেল থানা কার্যালয় চত্বরে জেলা পুলিশ সুপার নিজস্ব উদ্যোগে অসহায় শীতার্তদের এ শীতবস্ত্র বিতরণ করেন।
বিতরণ শেষে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ারের সভাপতিত্বে জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম (বিপিএম) সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করে তার অসুস্থ্য মা’সহ পরিবারের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
এ সময় তিনি বলেন, পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দুঃস্থ্য মানুষের কল্যাণে নিজেদের সামর্থ অনুযায়ী সহযোগিতার হাত সম্প্রসারণ করতে চায়। চাদর বিতরণকালে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: আকরামুল হাসান (উজিরপুর সার্কেল) ও মো: আবুল বাশার (বরিশাল সদর), উজিরপুর রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাকিল মাহমুদ বাচ্চু ও যুগ্ম সাধারণ সম্পাদক মো: জহির খানসহ সকল সাংবাদিকবৃন্দ।’