বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৬:৩৮ অপরাহ্ণ, ২৯ অক্টোবর ২০১৬
বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) স্থগিত ৩টি কেন্দ্রে নির্বাচনের একদিন আগে বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপির প্রার্থী শাহিন হাওলাদার। শনিবার (২৯ অক্টোবর) সকালে বিএনপির কেন্দ্রীয় নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টুর বরিশাল নগরীর বাসভবনে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়া হয়।
বিএনপির চেয়ারম্যান প্রার্থী শাহিন হাওলাদারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সভাপতি আ. মাজেদ তালুকদার মন্নান মাস্টার।
আওয়ামী লীগ দলীয় প্রার্থীর নেতাকর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ড, অস্ত্রের মহড়া ও পুলিশের হয়রানি প্রতিবাদে নির্বাচন বর্জন করা হচ্ছে বলে তিনি জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন খান, বিএনপির প্রার্থী শাহিন হাওলাদারসহ অন্যান্য নেতাকর্মী।
আগামী ৩১ অক্টোবর স্থগিতকৃত ওই ৩ কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে।