উজিরপুরে যুবলীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ৫
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত দশটার দিকে শোলকের সেনের হাট বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শোলক ইউনিয়ন যুবলীগের সভাপতি শাকিল মোল্লার সঙ্গে ওই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনির হোসেনের তর্কবির্তক হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের কর্মীরা সংঘাতে জড়িয়ে পরেন। এ সময় শাকিল মোল্লা, মনির হোসেন, নাঈম, জুয়েল সরদার, রুবায়েদ হোসেন আহত হয়। সংঘর্ষের খবর পেয়ে উজিরপুর মডেল থানার উপ পরিদর্শক রাজীব দাস সিনেট ও মেহেদী হাসান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
সংঘর্ষে গুরুতর আহত শাকিল মোল্লা বরিশাল শেবাচিম হাসপাতালে ও অন্যান্যরা উজিরপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মো. তৌহিদুজ্জামান সোহাগ জানান, বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
বরিশালের খবর, বিভাগের খবর