নিজস্ব প্রতিবেদক, উজিরপুর:: রবি মৌসুমে বোরো ধানের সমলয়ে চাষাবাদে বরিশালের উজিরপুরে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপনের শুভ উদ্বোধন করা হয়েছে। ২০২০-২১ অর্থ প্রনোদনা কর্মসূচির আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল শনিবার বিকেলে এই উদ্বোধনী অনুষ্ঠান করা হয়।
এতে উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদ এর সভাপতিত্বে ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা তোফাজ্জেল হোসেন তুহিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. তৌফিকুল আলম, সহকারি উপ-পরিচালক মোসা. মরিয়ম আক্তার, প্রকৌশলী মশিউর রহমান।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, মো. জাকির হোসেন, মো. মাইনুল ইসলাম, উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. জহির খান এবং স্থানীয় মো. সেলিম সরদার, মো. ফরিদ সরদার, মকবুল হাওলাদার, বাসার মোল্লা, আনিস হাওলাদার, রিপন হাওলাদার, ইউনুস হাওলাদার, রফিক হাওলাদারসহ প্রায় শতাধিক কৃষক।
বরিশালের খবর, বিভাগের খবর