৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

উজিরপুরে শিশুকে বলাৎকার, মামলা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:৩৬ অপরাহ্ণ, ০৭ মে ২০১৬

উজিরপুরে ৭ বছরের শিশুকে বলাৎকার করেছে ৭০ বছরের বৃদ্ধ দাদা। থানায় অভিযোগ দায়ের। অভিযোগ ও সরেজমিনে গিয়ে জানা যায় দক্ষিণ ধামুরা গ্রামের মৃত মোহন বালীর ছেলে তৈয়ব আলী বালী একই বাড়ীর নাতী সম্পর্কের ১ম শ্রেণিতে পড়–য়া শিশুকে তৈয়ব আলী বালীর ঘরে কেহ না থাকার সুবাধে ২৭ এপ্রিল বুধবার রাত ৮ টায় নিজ ঘরে নিয়ে জোড়পূর্বক বলাৎকার করে।

 

শিশুটি কাঁদতে কাঁদতে ঘরে এসে তার মাকে জানালে মা ঢাকায় থাকা শিশুটির পিতাকে মোবাইল ফোনে বিষয়টি জানান। ২৮ এপ্রিল শিশুটি অসুস্থ হয়ে পড়লে স্থানীয়  ডাঃ আনম আব্দুল হাকিম এর কাছে নিয়ে গেলে তিনি প্রাথমিক ভাবে ধর্ষনের আলামত বুঝতে পেরে প্রাথমিক চিকিৎসা দিয়ে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

 

অসহায় শিশুর পরিবার উপায়অন্তু না পেয়ে ৪ মে উজিরপুর মডেল থানায় একটি অভিযোগ পত্র দায়ের করেন। উজিরপুর মডেল থানা পুলিশের এস.আই তৌহিদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শনে গেলে অভিযুক্ত তৈয়ব আলী পালিয়ে যায়। শিশুর মা কাজল বেগম জানান, আমার শিশু মেয়েটিকে একলা পেয়ে ঐ নরপিশাচ তৈয়ব আলী খারাপ কাজ করেছে মেয়ে এখন অসুস্থ বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

39 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন