বরিশালের উজিরপুরে বসতঘরে ডাকাতি করার সময় শহিদ মোল্লা (৩৭) নামে একজনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শুক্রবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জল্লা এলাকায় এ ঘটনা ঘটে। গণপিটুনিতে গুরুত্বর আহত হওয়ায় পুলিশ হেফাজতে ওই ডাকাত সদস্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আটক শহিদ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও উপজেলার শোলক ইউনিয়নের তাহের মোল্লার পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে- উপজেলার জল্লা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য তাইজুর রহমান পান্নার চাচাতো ভাই শাহিনের বসতঘরে ডাকাতি করার সময় ঘরের লোকজন ডাক-চিৎকার দিলে এলাকাবাসী ডাকাত শহিদকে ধরে গণপিটুনি দেয়। এতে সে গুরুত্বর আহত হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে ওই এলাকার সাবেক ইউপি সদস্য তাইজুর রহমান পান্না বাদী হয়ে ডাকাত শহিদ মোল্লাসহ অজ্ঞাতনামা ১০ জনকে আসামী করে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
ঘটনার সত্যতা স্বীকার করে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বরিশালটাইমসকে জানিয়েছেন, শহিদ মোল্লা আন্ত:জেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্য।
গণপিটুনিতে মারাত্মকভাবে আহত হওয়ায় পুলিশি হেফাজতে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে উজিরপুর, গৌরনদী, এয়ারপোর্ট ও কালকিনী থানায় সাতটি মামলা রয়েছে।”
বরিশালের খবর