ইংরেজি নববর্ষ ২০১৮ উদ্যাপন উপলক্ষে বরিশালের উজিরপুর পৌর সদরের শের-ই বাংলা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে রোববার (৭ জানুয়ারী) রাতে অনুষ্ঠিত হলো ‘কনসার্ট’।
উক্ত কনসার্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল। এছাড়া বিশেষ অতিথির আসনে ছিলেন পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা আ’লীগের সভাপতি এস এম জামাল হোসেন ও সম্পাদক আ. মজিদ সিকদার বাচ্চু প্রমূখ।
উজিরপুর ছাত্র ঐক্য সংঘের উদ্যোগে এই প্রথমবার অনুষ্ঠিত কনসার্টের সার্বিক পরিচালনা করেন সংগঠনটির আহব্বায়ক প্রসেনজিৎ কর্মকার, সদস্য সচিব রিয়াদ হাওলাদার, যুগ্ম আহব্বায়ক নাঈম ইসলাম, রাসেল সমদ্দার, রাব্বি হোসেনসহ আরও অনেকে।
কনসার্টটি সন্ধ্যা নাগাদ শুরু হলেও বিকাল থেকে শেরে বাংলা বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দর্শকদের ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে তরুণ-তরুণীদের উপস্থিতিই ছিল বেশি। ঠিক রাত ৮টার দিকে ‘পদ্মা সেতু করিবো নির্মাণ’ গানটি দিয়ে শুরু হয় কনসার্টের সূচনা।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে থাকে। কনসার্টে শুধুমাত্র বরিশালের বিখ্যাত ‘মাঝি ব্যান্ড’ পারফর্ম করে। কনসার্টটি ফ্রি উপভোগ করেছেন উপজেলার বিভিন্নস্থানের কয়েক হাজার দর্শক।
এরপর একে একে ব্যান্ডটি গেয়ে শোনায় দেশের জনপ্রিয় নগর-বাউল ও এলআরবিসহ বিভিন্ন ব্যান্ড দলের সেরা গানগুলো। গানের ফাঁকে লাল-নীল আলোকরশ্মির লেজার শো পুরো কনসার্টের পরিবেশকে অন্যমাত্রা দান করে।
বরিশালের খবর