ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিবলেট এর সাথে বরিশালের উজিরপুরে ভলন্টারী অর্গানাইজেশন ফর সোসাল ডেভেলপমেন্ট (ভোসড) এর কর্মকর্তা-কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার শোলক ইউনিয়নে ভোসড’র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিবলেট। এ সময় তিনি সংস্থাটির বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডের প্রশংসা করেন। সেই সাথে তিনি উপজেলার বিভিন্ন পর্যটক কেন্দ্র সম্পর্কে প্রাথমিক ধারনা নেন।
ওই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনের সিনিয়র কার্যক্রম পরিচালক মো. শাহরিয়ার আলম ও উজিরপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা মাসুমা আক্তার।
এতে সভাপতিত্ব করেন ভোসড’র নির্বাহি পরিচালক এ.কে.এম মোস্তাফিজুর রহমান।
সভায় ভোসড’র সকল কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে বেলা ১২টায় অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিবলেট ভোসড’র প্রধান কার্যালয়ের সামনে পৌছলে স্থানীয় শিক্ষার্থীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
শিরোনামবরিশালের খবর