বরিশালটাইমস, ডেস্ক
প্রকাশিত: ০৬:৩৯ অপরাহ্ণ, ০৪ আগস্ট ২০২৪
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: উত্তপ্ত বরিশালে শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন কর্মসূচি পালন করেছেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের চিকিৎসক ও শিক্ষার্থীরা। রোববার (৪ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের বান্দরোড অবরোধ করে এ কর্মসূচি পালন করেন তারা।
সড়কের ওপর এ কর্মসূচি করা হলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন সমন্বয়কারীরা। সেইসঙ্গে শান্তিপূর্ণভাবে কর্মসূচিও শেষ করেন তারা। এদিকে বরিশালের বাকেরগঞ্জের কলসকাঠি বাজারে বিক্ষোভ সমাবেশে করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।