১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

উত্তপ্ত বরিশালে শান্তিপূর্ণ অসহযোগ আন্দোলন কর্মসূচি পালন

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৬:৩৯ অপরাহ্ণ, ০৪ আগস্ট ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: উত্তপ্ত বরিশালে শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন কর্মসূচি পালন করেছেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের চিকিৎসক ও শিক্ষার্থীরা। রোববার (৪ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের বান্দরোড অবরোধ করে এ কর্মসূচি পালন করেন তারা।

সড়কের ওপর এ কর্মসূচি করা হলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন সমন্বয়কারীরা। সেইসঙ্গে শান্তিপূর্ণভাবে কর্মসূচিও শেষ করেন তারা। এদিকে বরিশালের বাকেরগঞ্জের কলসকাঠি বাজারে বিক্ষোভ সমাবেশে করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

177 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন