বার্তা পরিবেশক, অনলাইন:: ভারতে বর্ণবাদী ও মুসলিমবিদ্বেষী নাগরিকত্ব সংশোধনী আইন পাশের পর দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। এরমধ্যেই দেশটির মহারাষ্ট্র রাজ্যে থেকে ১২ বাংলাদেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার রাজ্যের পালঘর জেলা থেকে পুলিশের অ্যান্টি টেরোরিজম সেল (এটিসি) তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের মধ্যে ৯ জনই নারী বলে জানা গেছে।
পুলিশ বলছে, সংবাদের ভিত্তিতে পালঘরের বইসর এলাকায় অভিযান চালিয়ে এ ১২ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। তাদের কারো কাছেই বসবাসের বৈধ কোনো কাগজপত্র ছিল না।
গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলার পাশাপাশি আইনি তদন্ত চালানো হচ্ছে বলে জানান তিনি।
Other