১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

উপবৃত্তির টাকা আত্মসাত : প্রধান শিক্ষক অবরূদ্ধ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:৪৪ অপরাহ্ণ, ২৪ জুলাই ২০১৬

দশমিনা:  ছাত্রছাত্রীদের মধ্যে উপবৃত্তি বিতরণে শতভাগ আত্মসাতের ঘটনায় অভিবাবকরা গতকাল রবিবার পটুয়াখালীর দশমিনা উপজেলার দক্ষিণ-পশ্চিম গছানী সরকারি প্রথামকি বিদ্যালয়ে  প্রধান শিক্ষককে অবরূদ্ধ করে রাখে।

 

সরেজমিনে অবরূদ্ধকারী অভিভাকদের সাথে কথা বলে জানা গেছে, দক্ষিণ পশ্চিম গছানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুন্নাহার ডলি সমাপনি পরীক্ষায় দেয়া ছাত্রছাত্রীর উপবৃত্তির শতভাগ অর্থ আত্মসাৎ করেছেন। অভিভাক মোহাম্মাদ হোসেন পচু ও আঃ করিম জানান, বিতরণ কার্ডের জন্য ৩০ টাকা খরচ করে ছবি তুলেছি ও উপজেলায় যাতায়াত করতে ৫০ টাকা খরচসহ মোট ৮০ টাকা দেবার জন্য সর্বশেষ দাবি করলেও প্রধান শিক্ষক ডলি ইউইও’কে টাকা দিতে হয় বলে ফিরিয়ে দেন।

 

এছাড়াও আভিবাক আবদুল ফরাজি, কবির হোসেন, খালেক মুন্সি বলেন, ৫ম থেকে শিশু শ্রেণি পর্যন্ত শতভাগ শিক্ষার্থীদের থেকে পাঁচ শত থেকে এক হাজার টাকা টিউশন ফি’র অজুহাতে কেটে রাখেন। প্রধান শিক্ষক ডলি’র বাসার কাজের মেয়ে দুলুকে বিদ্যালয়ে ভর্তি দেখিয়ে পর্যন্ত নামের উপবৃত্তি অর্থ হাতিয়ে নিয়েছেন বলেও তারা জানান। এ বিষয়ে প্রধান শিক্ষক ডলি বলেন, অগ্রণী ব্যাংকের কর্মকর্তা উপবৃত্তি বিতরণ করেছেন। সমাপনি পরীক্ষার্থীদের কাছে টিউশন ফি পাওনা ছিল। ওই টাকা আদায় করেছি। অন্য কাউকে কম দিলে ব্যাংক দিয়েছে।

 

অবরুদ্ধকারীরা চাঁদা চাইছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রকাশ্য হুমকিও দেয় প্রধান শিক্ষক। এ সময় মুঠোফোনে অগ্রণী ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, আমি প্রত্যেক ছাত্রছাত্রীর অভিভাবকের হাতে পূর্ণ টাকা প্রদান করেছি।

 

প্রধান শিক্ষক পাশের রুমে বসে টাকা রেখেছে। ব্যাংক কর্মকর্তার বক্তব্যের সত্যতা স্বীকার করেন ছাত্রছাত্রীদের অভিভাবকরা। প্রধান শিক্ষক অবরূদ্ধ হওয়ার ঘটনায় উপজেলা শিক্ষা অফিসার (ইউইও) আবুল বাশার ওই বিদ্যালয় পরিদর্শনে গিয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগী ব্যবস্থা নেবেন বলে অবরূদ্ধকারী উত্তেজিত অভিভাবকদের আশ^াস দেন। পরে অবরূদ্ধকারীরা প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে মিছিল করে চলে যান।

33 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন