ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বাঁশি বাজাচ্ছিল ১২ বছরের এক কিশোর। এক পর্যায়ে অসাবধানে শ্বাসনালীতে ঢুকে যায় বাঁশির বল। এরপর থেকেই শ্বাস নিলেই আওয়াজ হচ্ছিল বাঁশির মতো। শনিবার সকালে অস্ত্রোপচার করে বের করা হয় বাঁশির বলটি।
কলকাতা মেডিক্যালে অস্ত্রোপচার করে বের করা হয় সেই বল। এখন অনেকটাই সুস্থতার পথে শেখ শাহিন।
জানা গেছে, শেখ শাহিন হাওড়ার জগতবল্লভপুরের বাসিন্দা। শুক্রবার একটি ফুটবল ম্যাচে রেফারির দায়িত্ব পালন করছিল সে। সে সময় রেফারির বাঁশির ভিতরে থাকা ছোট বলটি শাহিনের মুখে ঢুকে যায়। শ্বাসনালীতে গিয়ে আটকে যায় বলটি। এরপরই শুরু হয় শ্বাসকষ্ট। শুধু তাই নয়, শাহিন শ্বাস নিলেই ভিতর থেকে বাঁশির আওয়াজ বেরোতে থাকে।
শ্বাসকষ্টে গুরুতর অসুস্থ হয়ে পড়ে শাহিন। ছেলেকে নিয়ে রাত ৩ টার সময় কলকাতা মেডিক্যাল কলেজে ছুটে যান শাহিনের মা। ব্রঙ্কোস্কপিতে ধরা পড়ে শাহিনের শ্বাসনালীর বাঁ দিকের অংশে আটকে রয়েছে বাঁশির বল। এরপরই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিত্সকরা। শনিবার সকালে অস্ত্রোপচার করে বের করা হয় বাঁশির সেই বল।
হাসপাতাল সূত্র জানায়, শাহিনের শারীরিক পরিস্থিতি এখন অনেকটাই ভালো। ধীরে-ধীরে সুস্থ হয়ে উঠছে সে।
তথ্যসূত্র: জি-নিউজ
বিশেষ খবর