আকাশ আম্বানি ও শ্লোক মেহতার এনগেমমেন্টের অনুষ্ঠানটি ছিল তারকাবহুল। বলিউডের অনেক কম তারকাই আছেন যাঁরা সেই অনুষ্ঠানে অতিথি ছিলেন না। ভেটেরান থেকে সর্বসাম্প্রতিক সুপারস্টার- কমবেশি সবাই ছিলেন সেই দলে।
জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটি ছিল টক অব দ্য টাউন।
কে এসেছিলেন সে অনুষ্ঠানে, সেটা প্রশ্ন হতে পারে না, প্রশ্ন হলো; কে আসেননি সে অনুষ্ঠানে।
এসেছিলেন রেখা, অর্জুন কাপুর থেকে টাইগার-দিশা-রণবীর- কে ছিলেন না সে অনুষ্ঠানে। আরো এসেছিলেন এবং মধ্যমঞ্চে ছিলেন বলিউড কিং শাহরুখ খান। সেই সাথে ছিলেন তাঁর স্ত্রী গৌরী খান, ছেলে আরিয়ান।
আর ছিলেন করণ জোহর।
তবে, অনুষ্ঠানের পাশাপাশি যে বিষয়টি অনেক নেটবাসীর মন জয় করেছে সেটি হলো শাহরুখপুত্র আরিয়ানের সাথে তাঁর বাবা ও করণ জোহরের একটি সেলফি। ছবিটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে।
বিনোদনের খবর