‘এই রায় রাজনৈতিক প্রতিহিংসার, এটা সবাই জানে। আমরা ধৈর্য্য ধরছি ইনশাআল্লাহ সত্যের জয় একদিন হবেই’ বলে মন্তব্য করেছেন কণ্ঠশিল্পী মনির খান। রায় ঘোষণার পর তার প্রতিক্রিয়ায় মনির খান এ মন্তব্য করেন। কণ্ঠশিল্পী মনির খান বিএনপির কেন্দ্রীয় সহ-সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ডের আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার সাবেক কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হয়।
তা ৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ডে ক্ষোভ প্রকাশ করেন মনির খান। তিনি বলেন, এটা সবাই জানে আসলে কী হলো, হয়েছে। আমরা ধৈর্য ধরছি।
আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পুরনো ঢাকার বখশিবাজারে কারা অধিদপ্তরের মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. মোহাম্মদ আখতারুজ্জামানের আদালতে এ রায় ঘোষণা করা হয়।
বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার সাবেক কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হলো।
বিনোদনের খবর