একই পরিবারের ৫ জনকে অজ্ঞান করে মোবাইল- স্বর্ণাংকার লুট
লালমোহন (ভোলা) প্রতিনিধি: খাবারের সঙ্গে চেতনা নাশক নেশাদ্রব্য খাইয়ে একই পরিবারের ৫ জনকে অজ্ঞান করে মোবাইলফোন ও স্বর্ণালংকার লুট করেছে অজ্ঞান পার্টির সদস্যরা।
শুক্রবার (৭ অক্টোবর) রাতে ভোলার লালমোহন উপজেলার দক্ষিণ লালমোহন গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার সকালে ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
ঘটনার শিকার সুরমা বেগম (২০), মনোয়ারা বেগম (৫০), রেশমা বেগম (১৮), ইতি বেগম (১৩) ও সোহাগী আক্তার (০৪) নামের ৫ জনকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওই পরিবারের ছিদ্দিক মিয়া জানান, শুক্রবার সন্ধ্যায় ঘরের মেয়েরা ঝালমুড়ি খাওয়ার জন্য আলুর দম রান্না করে চুলায় রেখে দিয়ে লুডু খেলতে বসে।
এরই মধ্যে কোনো কারণ ছাড়াই পাশের বাড়ির লিটন সিগারেট টানতে টানতে রান্না ঘরে যায় এবং ঘরের মাঝ খানে দাড়িয়ে থাকে সোহেল। কিছুক্ষণ পর তারা বেরিয়ে যায়। এদিকে ঝালমুড়ি এবং আলুর দম খেয়ে ৫-৭ জন অজ্ঞান হয়ে ঘুমিয়ে যায়।
রাতের কোনো এক ফাঁকে অচেতন হয়ে থাকা মেয়েদের গলার চেইন, লকেট ও কানের দুলসহ বিভিন্ন স্বর্ণালংকার এবং ৩টি দামী মোবাইল সেট নিয়ে যায় অজ্ঞান পার্টির সদস্যরা।
সকালে সবাইকে অচেতন দেখে ৯৯৯-এ কল দেই, এরপর পুলিশ আসে। লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন জানান, অচেতন করে ঘর লুটের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিভাগের খবর, ভোলা