৩ িনিট আগের আপডেট সন্ধ্যা ৬:৪৩ ; মঙ্গলবার ; সেপ্টেম্বর ২৬, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

একজন পুলিশ দিয়ে এক হাজার নাগরিকের নিরাপত্তা কীভাবে সম্ভব : আইজিপি

বরিশালটাইমস রিপোর্ট
৭:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৯

চট্টগ্রাম নগরবাসীর অনুপাতে পুলিশের অপ্রতুলতা নিয়ে প্রশ্ন তুলেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি বলেন, ৪১ বছর আগে যখন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্ভব হলো, তখন থেকে গত ৪১ বছরে চট্টগ্রাম কতটুকু বদলেছে আর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কতটুকু বদলেছে- এটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন। ৭০ লাখ বসবাসকারীর বিপরীতে সাত হাজার পুলিশ! অর্থাৎ এক হাজার মানুষের বিপরীতে একজন পুলিশ। একজন পুলিশ দিয়ে এক হাজার নাগরিকের নিশ্ছিদ্র নিরাপত্তা কীভাবে সম্ভব?

বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম পুলিশ লাইন্সে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন আইজিপি।

আইজিপি বলেন, ‘আমরা যদি আমাদের আশপাশের দেশগুলোর দিকে তাকাই, সেখানে দেখবেন আড়াইশ জনের জন্য একজন পুলিশ, তিনশ জনের জন্য একজন পুলিশ। আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড, সেখানে চারশ জনের জন্য একজন পুলিশের কথা বলা হয়েছে। সেই মাইলফলক ছুঁতে আমাদের এখনও অনেক দূর যেতে হবে।’

জনগণই পুলিশের শক্তি উল্লেখ করে তিনি বলেন, ‘সার্বিকভাবে বাংলাদেশে পুলিশ ও মানুষের যে অনুপাত, সেটা ৮০০ থেকে ৯০০ জনের জন্য একজন পুলিশ। আমরা মনে করি, এটি কোনোভাবেই যথেষ্ট নয়। এজন্যই আমরা সবসময় আপনাদের কাছেই ফিরে আসি। জনগণই আমাদের শক্তি। এজন্যই আমরা কমিউনিটি পুলিশিং বলি, বিট পুলিশিং বলি।’

তিনি আরও বলেন, ‘পুলিশিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আপনাদের কাছে আসি। কারণ আমরা মনে করি, আপনারাই আমাদের বড় শক্তি।’

সাধারণ পুলিশ সদস্যদের ধন্যবাদ জানিয়ে ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, এ নগরকে শান্তিময় রাখতে অহর্নিশ পরিশ্রম করে যাচ্ছে তারা। আমি তাদের জানাই আজকের এই দিনে মোবারকবাদ, ধন্যবাদ। তারা তাদের সর্বোচ্চ দিয়ে এ নগরকে নিরাপদ করতে, শান্তিময় করে তোলার জন্য তাদের এই যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার কারণেই এ নগর বড় হচ্ছে, বিভিন্ন স্থাপনা তৈরি হচ্ছে। নিশ্চয়ই নগরে সেই পরিবেশ আছে বলেই নগরায়ন বৃদ্ধি পাচ্ছে।

সাসটেইনেবল ডেভেলপমেন্টের জন্য সাসটেইনেবল পিস-এর ওপর গুরুত্বারোপ করে আইজিপি বলেন, ‘আমরা জানি, সাসটেইনেবল ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন হয় সাসটেইনেবল পিসফুলনেস। নগরে সাসটেইনেবল পিসের জন্য প্রয়োজন হয় সাসটেইনেবল সিকিউরিটি। সেই সাসটেইনেবল সিকিউরিটি যাদের দেয়ার কথা, আমরা অহর্নিশ সাসটেইনেবল পিস দিয়ে যাচ্ছি।’

বিভিন্ন সময়ে পুলিশের আত্মত্যাগের কথা তুলে ধরে আইজিপি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার প্রাক্কালে আমাদের পূর্বসূরিরা ২৬ মার্চ রাতে রাজারবাগ পুলিশ লাইন্সে সর্বপ্রথম প্রতিরোধ যুদ্ধ শুরু করে অকাতরে নিজেদের বিলিয়ে দেন। আমাদের রয়েছে গৌরবোজ্জ্বল অতীত। ১৩, ১৪, ১৫-তে আপনারা দেখেছেন অগ্নিসন্ত্রাস রুখে দিয়েছিল এই বাংলাদেশের পুলিশ। নিজের বুকের রক্ত ঢেলে দিয়ে। আমরা আমাদের ১৭ জন সহকর্মীকে হারিয়েছি। প্রায় এক হাজারের বেশি সহকর্মী পঙ্গু অবস্থায় এখনও বিছানায়।

মাদক প্রসঙ্গে তিনি বলেন, ‘২০১৬-তে জঙ্গি দমন করতে গিয়ে আমাদের অনেক সাহসী পুলিশ অফিসার মৃত্যুবরণ করেছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। আমরা হার মানিনি। এখন আমরা যুদ্ধ করছি মাদকের বিরুদ্ধে। আমরা আশাবাদী, জনগণ যেভাবে আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে, সন্ত্রাস ও জঙ্গিবাদের মতো মাদককেও এ দেশ ছাড়া করব ইনশাআল্লাহ।’

‘ভিশন ২০৪১’ বাস্তবায়নে পুলিশকে অন্যতম সহযাত্রী দাবি করে আইজিপি বলেন, ‘আসুন, সেই নিরাপদ বাংলাদেশে, যেখানে থাকবে না কোনো মাদক, থাকবে না কোনো সন্ত্রাস, থাকবে না কোনো জঙ্গিবাদ। সেদিনের আশায় আমরা আজকের বাংলাদেশকে নিয়ে যাই ২০৪১-এ। যে ভিশন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা তার অন্যতম সহযাত্রী।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী, সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, ওয়াসিকা আয়শা খান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম, নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহাবুবুল আলম, সিএমপির সাবেক কমিশনার আবদুল জলিল মণ্ডল, সাবেক কমিশনার ও অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খোন্দকার গোলাম ফারুকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জাতীয় খবর

আপনার ত লিখুন :

 

ই বিের ও সা
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  পটুয়াখালীতে শিশুর মরদেহে লবণ মাখিয়ে মাটিচাপা দিয়েও হলো না শেষরক্ষা  মুখোমুখি শাহরুখ-প্রভাস: একই দিনে মুক্তি পাবে ‘ডাঙ্কি’-‘সালার’  তামিম ইকবাল থাকছেন না বিশ্বকাপ স্কোয়াডে!  প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দেন তা বাস্তবায়ন করেন: এমপি শাওন  মোহাম্মদপুরের ‘রক্তচোষা’ জনি গ্রেপ্তার  সিজার টেবিল থেকে জীবন বাঁচাতে ওসির দরজায়  বরগুনায় হৃদয় হত্যা: ১৬ কিশোরের বিভিন্ন মেয়াদে সাজা  ছাত্রলীগ নেত্রীর বক্তব্যে ক্ষুব্ধ রাবির ভিসি, প্রো-ভিসি  বরিশালে ২৪ ঘণ্টায় ভর্তি ৪০৭ ডেঙ্গুরোগী, মৃত্যু ৩  গণপিটুনির ভয়ে ৯৯৯ এ কল করে পুলিশ পাঠাতে বলল চোর