১২ িনিট আগের আপডেট সকাল ১১:৫৯ ; সোমবার ; ডিসেম্বর ১১, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

একদিন আগে প্রশ্নপত্র অভিভাবকের হাতে! ২৪৮ স্কুলে পরীক্ষা স্থগিত

বরিশালটাইমস রিপোর্ট
৩:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৭

বরগুনায় চলমান বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ ওঠায় সদর উপজেলার ২৪৮টি প্রাথমিক বিদ্যালয়ের মঙ্গলবারের অনুষ্ঠিতব্য চতুর্থ শ্রেণির ইংরেজি পরীক্ষা স্থগিত করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। সোমবার (১১ ডিসেম্বর) রাত ১০টায় জেলা প্রশাসনের নির্দেশনায় পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মজিদ বরিশালটাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এই কর্মকর্তা জানিয়েছেন- প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় জেলা প্রশাসনের নির্দেশনায় তাৎক্ষণিকভাবে বরগুনা সদর উপজেলার ২৪৮টি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবারের অনুষ্ঠিতব্য ইংরেজি পরীক্ষা স্থগিত করা হয়েছে। সেই সাথে প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের শনাক্ত করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে- মঙ্গলবার অনুষ্ঠিতব্য ইংরেজি পরীক্ষার প্রশ্ন সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় বরগুনার একটি কম্পিউটারের দোকানে ফটোকপি করতে আসেন একটি বিদ্যালয়ের একজন অভিভাবক।

ওই সময় কৌশলে প্রশ্নপত্রের ছবি তুলে রাখেন এক ব্যক্তি। পরে বিষয়টি সাংবাদিকদের জানালে স্থানীয় সংবাদকর্মী আবু জাফর সালেহ জেলা প্রশাসনের নিয়ন্ত্রণাধীন ফেসবুক গ্রুপ সিটিজেন ভয়েস এ প্রশ্নপত্র ফাঁস সংশ্লিষ্ট একটি পোস্ট দেন।

পোস্টটি দেখে বিষয়টি তাৎক্ষণিক আমলে নিয়ে জেলা প্রশাসন জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে প্রশ্নপত্র যাচাই করে মিল পাওয়ায় পরীক্ষা স্থগিতের নির্দেশ জেলা প্রশাসক মো. মোখলেছুর রহমান।

বরগুনা অতিরিক্ত জেলা প্রশাসক মো. নুরুজ্জামান বরিশালটাইমসকে বলেন- বিষয়টি আমাদের নজরে আসার সাথে সাথে জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নিয়ে প্রশ্নপত্র যাচাই করে প্রমাণ পাওয়ায় পরীক্ষা স্থগিত করা নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তীতে নতুন প্রশ্ন করে পুনরায় এসকল বিদ্যালয়ে আবারও পরীক্ষা গ্রহণ করা হবে।

ত্ছাড়া প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত কাউকে শনাক্ত করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বরিশালটাইমসকে বলেন, এখনো কে বা কারা প্রশ্নপত্র ফাঁস করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে জড়িতদের ধরতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।’

বরগুনা

আপনার ত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  বরিশালে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু  নির্বাচনে সেনা মোতায়েন : সেনাবাহিনীর সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসছে ইসি  বিএনপির অফিস এখন নৌকার নির্বাচনী কার্যালয়  ঢাবির ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন করবেন যেভাবে  বরিশালে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু  ইসির নির্দেশে ব্যানার–ফেস্টুন মুক্ত বরিশাল নগরী  সমালোচনার পর আইনি বিপাকে বলিউডের ৩ তারকা  তফসিলের বৈধতা নিয়ে রিটের আদেশ আজ  ডিসি-এসপিদের ‘নজরদারিতে’ রাখছে ইসি  শিক্ষক নিয়োগ: ঘুসের টাকা ফেরত দিলেন প্রতিমন্ত্রী জাকির হোসেন