ভারতের মহারাষ্ট্রে মাত্র এক টাকার জন্য প্রাণ হারাতে হলো মনোহর গামনে নামের এক ব্যক্তিকে। বাকবিতণ্ডার জের ধরে এক ডিম বিক্রেতার ছেলের মারধরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। এমন ঘটনায় অবাক পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারাও।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার রাতে মহারাষ্ট্রের থানের বাসিন্দা মনোহর গামনে স্থানীয় একটি দোকানে ডিম কিনতে যান। কিন্তু ডিম কেনার কিছুক্ষণের মধ্যেই মনোহরের সঙ্গে প্রবল বাকবিতণ্ডা বাধে দোকানির। মনোহরের অভিযোগ, ডিমের দাম হিসেবে এক টাকা কম দেওয়া নিয়েই এ বাকবিতণ্ডার সূত্রপাত। এর এক পর্যায়ে ওই দোকানির ছেলে তাকে এলোপাথাড়ি চড়-ঘুসি মারে। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
এদিকে এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুধঙ্কর প্রভু নামে ওই যুবকের শাস্তির দাবিতে সরব হন এলাকার বাসিন্দারা। ফলে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
বিশেষ খবর