৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

এক শর্তে বিএনপি নেতা ব্যারিস্টার কায়সারের জামিন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:১০ অপরাহ্ণ, ১৮ ডিসেম্বর ২০১৯

বার্তা পরিবেশক, অনলাইন::: প্রতারণার অভিযোগে করা মামলায় বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে এক শর্তে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। ফলে তার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী।

বুধবার বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ জামিন আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

পরে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, মামলাটি যেহেতু দুজন আইনজীবীর মধ্যকার ব্যাপার। দুজনই সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সদস্য। সুতরাং তাদের মধ্যে এই ভুল বোঝাবুঝির অবসান হওয়া দরকার। বাদীর যে অভিযোগ তা নিষ্পত্তি করার জন্য সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবীরা হস্তক্ষেপ করবেন এমনটি প্রত্যাশা করেছেন আদালত।

পাশাপাশি ব্যারিস্টার কায়সার কামাল জেলখানা থেকে একটি লিখিত অঙ্গীকারনামা দেবেন যাতে বাদীর পরিবারের কোনো বিষয়ে তিনি হস্তক্ষেপ করবেন না।

পরে আদালত তাকে ছয় মাসের জামিন দেন। একই সঙ্গে তাকে কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন।

৫ ডিসেম্বর সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার আতিকুর রহমানের করা মামলায় ব্যারিস্টার কায়সার কামালকে গ্রেফতার করে কলাবাগান থানা পুলিশ। পরে নিম্নআদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর পর থেকে তিনি কারাগারে আছেন।

18 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন