এনটিএমসির প্রথম ডিজি মেজর জেনারেল জিয়াউল আহসান
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) প্রথম মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল জিয়াউল আহসান, যিনি গত প্রায় সাড়ে পাঁচ বছর রাষ্ট্রের এ সংস্থার পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন।
গত জুলাই মাসে ব্রিগেডিয়ার জেনারেল থেকে পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হন এই সেনা কর্মকর্তা। এর আগে র্যাব সদরদপ্তরের গোয়েন্দা শাখার পরিচালক এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা পরিদপ্তরের (এনএসআই) পরিচালক পদেও তিনি দায়িত্ব পালন করেছেন।
১৯৯১ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন পাওয়া জিয়াউল আহসান সেনাবাহিনীর একজন প্রশিক্ষিত কমান্ডো ও প্যারাট্রুপার।২০১৭ সালের মার্চে তাকে এনটিএমসির পরিচালকের দায়িত্বে এনেছিল সরকার। এ সংস্থায় মহাপরিচালকের পদ সৃষ্টির সিদ্ধান্তের পর গত জুলাই মাসে জিয়াউল আহসানকে সেই দায়িত্ব দিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছিল।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে মহাপরিচালক করার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হল। র্যাবে দায়িত্ব পালনের সময় থেকেই জিয়াউল আহসান হয়ে উঠেছিলেন সংবাদমাধ্যমে পরিচিত নাম।
২০০৯ সালে মেজর থাকাকালে তিনি র্যাব-২ এর উপঅধিনায়ক হন। ওই বছরই তিনি পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট কর্নেল হন এবং র্যাব সদরদপ্তরের গোয়েন্দা শাখার পরিচালকের দায়িত্ব পান।কর্নেল পদে পদোন্নতি পাওয়ার পর ২০১৩ সালের ডিসেম্বরে অতিরিক্ত মহাপরিচালক করে তাকে র্যাবেই রেখে দেওয়া হয়।
২০১৬ সালে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে জিয়াউল আহসানকে পাঠানো হয় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালকের দায়িত্বে।
পরের বছরই টেলিযোগাযোগ নজরদারীর জাতীয় সংস্থা এনটিএমসির পরিচালক করা হয় জিয়াউল আহসানকে। নতুন পদ সৃষ্টির পর তাকেই এ সংস্থার নেতৃত্বে রাখা হল।
জাতীয় খবর