৯ ঘণ্টা আগের আপডেট সকাল ৭:৩৫ ; বৃহস্পতিবার ; নভেম্বর ৩০, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

এবারও ব্যান্ড ফেস্টে এলআরবি, গাইবে আইয়ুব বাচ্চুর ছেলে

বরিশালটাইমস রিপোর্ট
৬:০৭ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৮

চ্যানেল আই’র আয়োজনে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ব্যান্ড ফেস্ট’। এই উৎসবের শুরু থেকে সরাসরি যুক্ত ছিলেন সদ্য প্রয়াত গিটার লিজেন্ড আইয়ুব বাচ্চু ও তার দল এলআরবি। সেই ধারাবাহিকতায় এবারও উৎসবের অন্যতম চমক হয়ে থাকছে এই ব্যান্ডটি। আইয়ুব বাচ্চুর অবর্তমানে যার নেতৃত্ব দেবেন তারই ছেলে তাজোয়ার।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) চ্যানেল আই ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এমনটাই জানান আয়োজকরা।
১ ডিসেম্বর চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য এ উৎসবে এলআরবি ছাড়াও অংশ নিচ্ছে ১৬টি ব্যান্ড দল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১ ডিসেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে ১৭টি ব্যান্ড দলের সদস্যদের নিয়ে উদ্বোধন করা হবে ব্যান্ড ফেস্টের দিনব্যাপী কার্যক্রম। অনুষ্ঠানটি চলবে বিকাল ৫টা পর্যন্ত। সর্বশেষ পারফর্ম করবে এলআরবি।

সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আই-এর পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ। তিনি বলেন, ‘৫ বছরে ব্যান্ড ফেস্টের সফলতা উল্লেখ করার মতো অবস্থানে পৌঁছেছে। আইয়ুব বাচ্চুর নেতৃত্বে যাত্রা শুরু হয় এ ফেস্টের। এবার আরও ব্যাপক পরিসরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আইয়ুব বাচ্চু মারা যাওয়ার কিছুদিন আগেও এ বিষয়ে আমাদের সঙ্গে কথা বলেছেন। কিন্তু তিনি দেখে যেতে পারলেন না। তবে আশার কথা, তার সন্তান ও ব্যান্ডকে আমরা পাচ্ছি।’

আজকের সংবাদ সম্মেলনে স্বপন, বগি, শাইখ সিরাজ ও প্রধান পৃষ্ঠপোষক তুষারসংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উৎসবের প্রধান পৃষ্ঠপোষক নন্দন পার্কের এডভাইজার এন্ড সিইও লে. ক. (অব.) তুষার-বিন- ইউনুস, রেনেসাঁ ব্যান্ডের প্রতিষ্ঠাতা ফয়সাল সিদ্দিকী বগি, এলআরবি’র প্রতিষ্ঠাতা সদস্য স্বপন, ফিডব্যাকের লাবু রহমান, বাংলাদেশ ব্যান্ডের ওমর খালেদ রুমী, অবসকিউরের টিপু প্রমুখ।

৫ম ব্যান্ড ফেস্টে অংশ নিচ্ছে এলআরবি ছাড়াও উচ্চারণ, ডিফারেন্ট টাচ, অবসকিউর, তীরন্দাজ, ম্যাট্রিকেল, দলছুট, ফিডব্যাক, জলের গান, আর্টসেল-সহ মোট ১৭টি দল। ‘ব্যান্ড ফেস্ট’ সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। পুরো অনুষ্ঠান উপস্থাপনা করবেন অপু মাহফুজ, সাফি আহমেদ ও দিলরুবা সাথী। পরিচালনায় থাকবেন অনন্যা রুমা।

বিনোদনের খবর

আপনার ত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন এরশাদপত্নী রওশন  'স্বতন্ত্র-মতন্ত্র চিনি না, মাইরের ওপর কোনো ওষুধ নাই'  আবুল হাসানাত আব্দুল্লাহর মনোনয়ন জমা  বাকেরগঞ্জে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন মিজানুর রহমান  বরিশালে লাইসেন্স না থাকায় ৭ প্রতিষ্ঠানকে জরিমানা  জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ নিষিদ্ধের দাবিতে কলাপাড়ায় র‌্যালি  শান্তি-সমাবেশের ব্যানারে সাদিক আব্দুল্লাহ’র নির্বাচনী মহড়া (!)  বরিশালে অটোপাসের আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের নিয়ে মিছিলে গেলেন প্রধান শিক্ষক  হিজলায় নৌকা প্রতিকের মনোনয়ন পত্র দাখিল সম্পন্ন  বরিশালে মিছিল থেকে মহানগর বিএনপির আহ্বায়কসহ গ্রেপ্তার ৫