১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

এবার কুকুরকে ধর্ষণের পর হত্যা!

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:৪৯ অপরাহ্ণ, ২৮ মার্চ ২০১৬

যৌনতার হিংস্র উপস্থাপন যেন সকল মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। মানুষরূপী পশুদের হাতে একের পর এক ধর্ষণের শিকার হচ্ছে শিশু থেকে বৃদ্ধ- সবাই। এবার হিংস্র যৌনতার বলি হলো এক কুকুর!

অপরাধীর নিষ্ঠুরতা শুধু যে ছেলে-মেয়ে, জাত-পাত, স্থান-কাল কিংবা মানুষ-পশু নির্বিশেষে হয় না তা যেন আবারও প্রমাণিত হল। ঘটনাটি আমেরিকার। উন্নত দেশটির থার্স্টন কাউন্টিতে ধর্ষণ করে গলায় ফাঁস লাগিয়ে গাছের ডালে ঝুলিয়ে দেওয়া হল এক কুকুরকে৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়৷ তদন্তে নেমে পড়েছে এফবিআই৷

মৃত কুকুরের দেহ প্রথম দেখতে পান এক মাউন্টেন বাইকার৷ সেই রাস্তা দিয়েই কাজে যাচ্ছিলেন প্রাকৃতিক সম্পদ বিভাগের ওই কর্মী৷ তিনিই পুলিশে খবর দেন৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে৷ প্রাথমিক মেডিকেল পরীক্ষায় জানা যায় শ্বাসরোধের কারণেই মৃত্যু হয় পিট বুল প্রজাতির কুকুরটির এবং একাধিকবার যৌন নিগ্রহের প্রমাণ মেলে তাঁর শরীরে৷

ঘটনার নৃশংসতার তীব্র নিন্দা করেছে হিউম্যান সোসাইটি অফ ইউনাইটেড স্টেটস৷ অপরাধীকে ধরিয়ে দেওয়ার জন্য ৫০০০ ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে সংস্থার পক্ষে৷ পুলিশও পুরস্কার ঘোষণা করেছে।

36 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন