বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৬:৪৫ অপরাহ্ণ, ৩০ ডিসেম্বর ২০১৯
বার্তা পরিবেশক, অনলাইন::: স্বর্ণালংকার অথবা টাকা-পয়সা নয় রসুনের পর এবার ঘটলো পেঁয়াজ ছিনতাইয়ের ঘটনা! এমন অভিনব ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ভারতের বিহারে।
গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বিহারের রাজধানী পাটনার ১৭৩ কিলোমিটার দুরে কাইমুর জেলায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এর আগে চলতি মাসেই বিহারে ঘটেছিল রসুন ছিনতাইয়ের ঘটনা।
কাইমুর জেলার এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ছিনতাইয়ের শিকার পেঁয়াজ ভর্তি ট্রাকটি উত্তর প্রদেশের এলাহাবাদ থেকে বিহারের জাহানাদের দিকে যাচ্ছিল। এসময় ট্রাকটি ছিনতাইয়ের কবলে পড়ে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
ভুক্তভোগী ট্রাক চালক উত্তর প্রদেশের কৈশম্বী জেলার বাসিন্দা দেশরাজ জানিয়েছেন, সশস্ত্র ছয় ব্যক্তি তাদের জিম্মি করে ট্রাকটি নিয়ে সটকে পড়ে। পরে ছিনতাইকারীরা ট্রাক থেকে অন্যত্র পেঁয়াজ নামিয়ে খালি ট্রাক ফিরিয়ে দেয়।
এদিকে ঘটনা এমন সময়ই ঘটলো, যখন ভারতের রাজধানী দিল্লিতে পেঁয়াজের কেজি ১২০ রুপি। এছাড়া ভারতের বিভিন্ন রাজ্যেও পেঁয়াজের দাম বাড়তি।
এর আগে ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিহারের কাইমুর জেলার কুদ্রা থানা এলাকায় রসুন বোঝাই ট্রাকে ডাকাতির ঘটনা ঘটেছিল। ডাকাতরা ট্রাক থেকে ৬৪৮ বস্তা (১৯২০ কেজি) রসুন নিয়ে পালিয়ে যায়। ওই ঘটনার আইনগত সুরাহা হওয়ার আগেই এবার ঘটলো পেঁয়াজ ছিনতাইয়ের ঘটনা।