এমপি’র নির্দেশে স্বেচ্ছাসেবকদল নেতার উপর হামলার অভিযোগ
তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ॥ ভোলা-৩ আসনের এমপির নুরুন্নবী চৌধুরী শাওনের নির্দেশে ভোলা জেলা স্বেচ্ছাসেবকদলের সহ সাধারণ সম্পাদক ও তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সাধারণ সম্পাদক শামছুদ্দিন আহাম্মেদের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে।
আহত স্বেচ্ছাসেবকদল নেতাকে বোরহানউদ্দিন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। দলীয় ও আহত সুত্রে জানা যায়, স্বেচ্ছাসেবকদল নেতা শামছুদ্দিন জীবন বীমাতে চাকুরী করেন।
গত ২৯ নভেম্বর মঙ্গলবার সকালে বীমার কাজে লালমোহন অফিসে যান। এ সময় ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের নির্দেশে লালমোহন সরকারী শাহবাজপুর কলেজ ছাত্রলীগ নেতা রাজিব, শাহিন ও মামুনের নেতৃত্বে ১০/১২ জনের একটি সন্ত্রাসীদল তার বীমা অফিস থেকে তাকে ধরে নিচে নামিয়ে আনেন।
পরে শামছুদ্দিন তজুমদ্দিন উপজেলা বিএনপি’র দলীয় সকল কর্মসূচিতে অংশ গ্রহণ ও বিভিন্ন সময় ফেজবুকে সরকার বিরোধী পোষ্ট শেয়ার করার কারণে রাস্তায় লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি মারপিট করে এমপি শাওনের লালমোহনের বাসায় নিয়ে যায়।
পরে এমপির নির্দেশে তার বাসায় তাকে দ্বিতীয় দফায় সন্ত্রাসীরা লোহার রড, হকিষ্টিক দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন অংশে ফুলা জখম করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।
এঘটনায় তজুমদ্দিন-লালমোহনে বিএনপির নেতাকর্মিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।
দলীয় নেতাকর্মিরা জানান, ১০ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশকে সামনে রেখে সরকার দলীয় সন্ত্রাসীরা এধরনের সন্ত্রাসী কর্মকান্ড করে নেতাকর্মিদের মাঝে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। কোন কিছুতেই মহাসমাবেশ বানচাল করতে পারবেনা সরকার।
বিভাগের খবর, ভোলা