এমপির বহরের গাড়ির ধাক্কায় দুই পা ভাঙল রিকশাচালকের
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর বহরের একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন আইয়ুব আলী (৬০) নামে এক রিকশাচালক। এতে দুটি পা-ই ভেঙে গেছে তার। সেই সঙ্গে মাথায় প্রচণ্ড আঘাতও পেয়েছেন তিনি। উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে তাকে। বৃহস্পতিবার রাতে দাগনভূঞা পৌর শহরের ফাজিলের ঘাট রোডের রামানন্দপুর গ্রামের কালারটেক এলাকায় এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তৌহিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় ওই ব্যক্তির দুই পা ভেঙে গেছে। তিনি মাথায়ও আঘাত পেয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
জানতে চাইলে সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী বলেন, ‘ওই ব্যক্তির আর্থিকসহ সব ধরনের সহযোগিতা ও খোঁজখবর নেওয়ার জন্য পৌর মেয়রকে বলা হয়েছে। আমি নিজেও প্রয়োজনীয় সহযোগিতা করব।’
এ ব্যাপারে দাগনভূঞা পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক খান বলেন, ‘এ নিয়ে এমপির সঙ্গে কথা হয়েছে। আহত ব্যক্তির চিকিৎসার বিষয়টি দেখভাল করার জন্য তিনি তাকে বলেছেন। এরই মধ্যে নিজ খরচে আহত রিকশাচালককে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠিয়েছেন বলেও জানান মেয়র।’
দাগনভূঞা থানার ওসি মো. হাসান ইমাম জানান, এমপির গাড়িবহরের পেছনে থাকা একটি মাইক্রোবাসের ধাক্কায় সড়কের বাইরে ছিটকে পড়েন ওই রিকশাচালক। এতে মারাত্মক আহত হন তিনি। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে পাঠায় তাকে।
দেশের খবর