১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
সাবেক ছাত্রলীগ নেতা শামীম হত্যার প্রতিবাদে মধ্যরাতে জাহাঙ্গীরনগরে বিক্ষোভ বেক্সিমকো গ্রুপ সালমানের বেপরোয়া ব্যাংক ঋণ যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান এক সপ্তাহের রিমান্ডে ক্ষমতার প্রভাব বিস্তার করে ২৫ আত্মীয়-স্বজনকে চাকরি দেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস হারুন বরিশাল রেঞ্জের উপ-মহাপরিচালকসহ তিন ঊর্ধ্বতন কর্মকর্তা সাময়িক বরখাস্ত গোপালগঞ্জে স্বেচ্ছাসেবকদল নেতার মৃত্যুর ঘটনায় আগৈলঝাড়ায় বিক্ষোভ মিছিল তজুমদ্দিনে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা বরিশালের চার থানায় নতুন ওসি বরিশালে যুবদল নেতাকে কুপিয়ে গরম পানি ঢেলে দিয়েছে সাবেক ছাত্রদল নেতা

এমপির বাড়িতে ছাত্রলীগ নেতাকে হাতুড়িপেটা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:৫৭ অপরাহ্ণ, ০২ জানুয়ারি ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন::: সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের বাড়িতে থার্টি ফার্স্ট নাইট উদযাপনকালে এক ছাত্রলীগ নেতাকে হাতুড়ি ও কুড়াল দিয়ে মারপিটের অভিযোগে থানায় মামলা হয়েছে।
আহত জীবন আহমেদ শাহজাদপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। বর্তমানে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

এ ঘটনায় জীবন আহমেদের মা বেদানা খাতুন বাদী হয়ে বুধবার রাতে উপজেলা যুবলীগের আহ্বায়ক আশিকুল হক দিনারসহ নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করে মামলা করেছেন।

মামলার অপর আসামিরা হলেন পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ, উপজেলা যুবলীগের সদস্য রতন, পৌর যুবলীগের সদস্য জনি, মাসুম, যুবলীগ কর্মী টুটুল, শামীম, হৃদয় ও উজ্জ্বল। এর মধ্যে বুধবার রাতে রতন ও হৃদয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ৩১ ডিসেম্বর রাতে থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের শাহজাদপুরের রূপপুরের বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাতে অনুষ্ঠান দেখার জন্য শাহজাদপুর ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জীবন আহমেদ অনুষ্ঠানস্থলে পৌঁছালে উপজেলা যুবলীগের আহ্বায়ক আশিকুল হক দিনারের নেতৃত্বে তার সমর্থকরা চাইনিজ কুড়াল, লোহার রড ও হাতুড়ি দিয়ে হামলা চালায়। সেই সঙ্গে জীবন আহমেদকে পিটিয়ে গুরুতর আহত করে তারা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে উপজেলা যুবলীগের আহ্বায়ক আশিকুল হক দিনার বলেন, এমপির বাড়িতে অনুষ্ঠান চলাকালে জীবন আহমেদ মদ খেয়ে ভেতরে প্রবেশ করে অনুষ্ঠান বানচালের চেষ্টা করে। একপর্যায়ে যুবলীগ কর্মী রতনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উপস্থিত নেতাকর্মীরা উভয়কে শান্ত করে। পরে রতনকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। আমার ভাবমূর্তি নষ্ট করতে মিথ্যা মামলা করা হয়েছে।

শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, থার্টি ফার্স্ট নাইট উদযাপনের সময় দুই পক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

13 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন