বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, ১১ জুলাই ২০১৭
দৈনিক সকালের খবরের সিনিয়র রিপোর্টার আজমল হক হেলালের বিরুদ্ধে পিরোজপুরের মঠবাড়িয়ার স্বতন্ত্র এমপি ডা. রুস্তম আলী ফরাজীর দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জুলাই) অনুষ্ঠিত ওই সমাবেশে অংশ নেওয়ার অভিযোগে স্থানীয় দুই শিশুকে মঙ্গলবার (১১ জুলাই) মারধর করে মাথার চুল কেটে দিয়েছে এমপির সন্ত্রাসী বাহিনী।
এই ঘটনায় ওই উপজেলায় সাধারণ মানুষের মাঝে চরম আকারে ক্ষোভ সঞ্চার হয়েছে। এমতাবস্থায় বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হলেও রাত পর্যন্ত অভিযুক্তদের আটকে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
এই দুই শিশু হল, উপজেলার বড় শৌলা গ্রামের মো. মানিক তালুকদারের পুত্র স্থানীয় মিরুখালী স্কুল এন্ড কলেজের ১০ শ্রেণির ছাত্র ফেরদৌস তালুকদার (১৫) এবং উত্তর মিরুখালী গ্রামের মো. আলতাফ হাওলাদারের পুত্র মিরাজ (১৩)।
ওই দুই শিশু জানিয়েছে- এমপির মামলা দায়েরের প্রতিবাদ ও প্রত্যাহারের দাবিতে সমবেশে যোগ দেয়। সন্ধ্যায় ফেরার পথে কাটাখালী বাজার সংলগ্ন সড়কে তাদের গতিরোধ করে এমপির লালিত সন্ত্রাসী লাভলু তালুকদার, মামুন, মহিবুল্লাহ এবং বেল্লাল তাদের আটকে মারধর করে। এক পর্যায়ে তাদের জোর করে মাথার চুল কেটে দেয়।
তবে এসব অভিযোগ অস্বীকার করে লাভলু তালুকদার বরিশালটাইমসকে বলেন, লেখা পড়া না করায় আমি তাকে শাসন করেছি।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম তারিকুল ইসলাম বরিশালটাইমসকে বলেন, ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত ৩০ কোটি টাকার কাজ না করে বিল উত্তোলনের প্রতিবাদে এমপি’র বিরুদ্ধে আ’লীগের প্রতিবাদ সমাবেশের সংবাদ ফেসবুকে শেয়ার করায় গত ৬ জুলাই বৃহস্পতিবার রাতে মঠবাড়িয়ায় এমপি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন (সংশোধন-২০১৩) এর ৫৭ ধারায় দৈনিক সকালের খবর পত্রিকার সিনিয়র রিপোর্টার আজমল হক হেলাল ও স্থানীয় যুবলীগ নেতা নুরুল আমীন রাসেলের বিরুদ্ধে মামলা দায়ের করেন।”