৩ ঘণ্টা আগের আপডেট রাত ৩:৪৭ ; বুধবার ; মার্চ ২৯, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

এসএসসিতে অনুপস্থিত ৩১ পরীক্ষার্থী, বিয়ে হয়ে গেছে ২৬ জনেরই

বরিশালটাইমস, ডেস্ক
১২:১০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২২

এসএসসিতে অনুপস্থিত ৩১ পরীক্ষার্থী, বিয়ে হয়ে গেছে ২৬ জনেরই

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় এবারের দাখিল ও এসএসসি পরীক্ষায় অনুপস্থিত পরীক্ষার্থীদের বড় অংশকেই বিয়ে দিয়ে দিয়েছেন তাদের অভিভাবকরা। কর্তৃপক্ষের চোখ এড়িয়ে নানা কৌশল অবলম্বন করে তারা মেয়েদের অপ্রাপ্ত বয়সে বিয়ে দিয়েছেন।

ইন্দুরকানী উপজেলায় চলমান এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম ফিলাপ করার পরও শেষ পর্যন্ত ৩১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে না, যার মধ্যে ২৬ জনই ছাত্রী।

বেশ কয়েকটি প্রতিষ্ঠান প্রধান ও পরীক্ষা কেন্দ্রে নিয়োজিত কর্মকর্তা বলছেন, যেসব ছাত্রী পরীক্ষায় অংশ নিচ্ছে না; তাদের সবারই বিয়ে হয়ে গেছে। এদের বেশির ভাগেরই বয়স ১৪ থেকে ১৬ বছরের মধ্যে। যদিও বাংলাদেশের আইন অনুযায়ী এসএসসি পরীক্ষার্থীদের বয়স বিয়ের উপযোগী নয়। আর সে কারণেই এসব বিয়ের ক্ষেত্রে কর্তৃপক্ষের চোখ এড়াতে নানা কৌশলের আশ্রয় নেওয়া হয়েছিল বলে জানান স্থানীয় শিক্ষকরা।

গত ১৫ সেপ্টেম্বর শুরু হওয়া এসএসসি পরীক্ষায় উপজেলার ১২টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ৬৭৯ জন এবং দাখিল পরীক্ষায় ১৮টি মাদ্রাসা থেকে ৪২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফর্ম পূরণ করেছিল। আবার পরীক্ষার্থীদের মধ্যে কয়েকজন ৩-৪ মাসের শিশু নিয়ে পরীক্ষা দিতে আসছে।

বাল্যবিয়ের শিকার মাদ্রাসাশিক্ষার্থী উপজেলার কালাইয়া গ্রামের খাদিজা আক্তার হীরা জানায়, দশম শ্রেণিতে পড়া অবস্থায় আমার বিয়ে হয়। বিয়ের পরে আমার পড়ালেখা চালিয়ে যাওয়ার কথা থাকলেও পরীক্ষার এক মাস আগে আমার একটি সন্তান হয়েছে। প্রথম পরীক্ষা দেওয়ার পর আমার বাচ্চা অসুস্থ থাকার কারণে আমি পরবর্তীতে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি নাই। আমার পড়ালেখা করার ইচ্ছা ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেসা খানম জানান, অনুপস্থিত পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশ না নেওয়ার কারণ আমরা অনুসন্ধান করব। এরা সবাই বিয়ের কারণেই অনুপস্থিত কিনা এগুলো আমরা বিস্তারিত এখনো জানি না। তবে বাল্যবিয়ের খবর পেলেই আমরা ব্যবস্থা নিয়ে থাকি। এটি অবশ্য সত্য যে, অনেক ক্ষেত্রে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পার্শ্ববর্তী উপজেলায় গিয়ে অভিনব কৌশলে কেউ কেউ বাল্যবিয়ে দিচ্ছেন।

পিরোজপুর

আপনার মমত লিখুন :

 

ই বিাের াও সা
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: [email protected], [email protected]
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  জলবায়ু সুবিচারে বিল পাশ জাতিসংঘে, ভানুয়াতুকে ইয়ুথেনেটের অভিনন্দন  আদালতে মামলা দায়ের: আলোচিত সেই ওসি সালামকে ভোলায় বদলি  বাদীকে বিয়ে করে ধর্ষণ মামলা থেকে রেহাই পেলেন সাবেক এমপি  বরিশালে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, পুলিশ সদস্য জেলে  ঝালকাঠিতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখে!  ‘আপা’ বলতেই ক্ষেপে গেলেন চিকিৎসক!  ব্রয়লার ২২০ টাকা: বেড়েছে সোনালি-লেয়ার মুরগির দাম  সাংবাদিকের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন  বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান আব্বাস উদ্দিন খান