কোরবানি ঈদের কিছুদিন আগে একদিন হঠাৎ কানে এলো চলচ্চিত্রের জুনিয়র আর্টিস্টদের (সহযোগী শিল্পী) ভীষণ অসহায়ত্বের কথা। তাদের ঘরে চাল-ডালই নেই, কোরবানি দেবেন কোথা থেকে।
রূপালি পর্দার পরীমনি বাস্তবের পরী হয়ে এলেন তাদের জন্য। এরপর নিজেই কোরবানি দেওয়ার ব্যবস্থা করলেন। জুনিয়র আর্টিস্টদের মধ্যে নিজেই বিলিয়ে দিলেন মাংস। হাসি ফিরে এলো অসহায় শিল্পীদের মাঝে।
দুই বছর ধরে এভাবেই কোরবানির ঈদ কাটিয়েছেন এই চিত্রনায়িকা। একইরকম ‘পরী’ হয়ে আরও অনেকের কাছে এগিয়ে গেলেন তিনি। তার তারকা হওয়ার পরের জন্মদিনগুলোতে তেমনই হয়েছে। এবারও ব্যতিক্রম হলো না।
মঙ্গলবার (২৪ অক্টোবর) ২৪তম জন্মদিন উদযাপন করলেন পরীমনি। এদিন তিনি সময় দিলেন অনাথ ও সুবিধাবঞ্চিত শিশুদেরকে। নিজে হাতে ছোট ছোট বাচ্চাদের খাইয়ে দিয়েছেন। তারও আগে পোশাক কিনে দিয়েছেন ওই বাচ্চাদের। সেগুলো পরে তারা যেন হয়ে উঠেছে আরও সুন্দর ও পরিপাটি।
কেন এমন আয়োজন? পরী ছোট্ট করে জানিয়েছেন, তার ভালো লাগে তাই।
ঢালিউডের আলোচিত এই অভিনেত্রী এবারের জন্মদিনের প্রথম প্রহর কাটিয়েছেন প্রিয় মানুষদের সান্নিধ্যে। বন্ধুবান্ধবের সঙ্গে প্রথম প্রহরেই কেটেছেন কেক। এরপর জন্মদিন পালন করলেন শিশুদের সঙ্গে।
জন্মদিনে পরীমনি আরেকটি ভাগ বরাদ্দ রেখেছিলেন পরিবার, বন্ধু ও বিনোদন কর্মীদের সঙ্গে সময় কাটানোর জন্য। রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁয় ছিল সেই আয়োজন।
বিনোদনের খবর