বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৬:১০ অপরাহ্ণ, ২৯ ডিসেম্বর ২০১৯
বার্তা পরিবেশক, অনলাইন:: একাদশ সংসদ নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ এনে বিক্ষোভ সমাবেশ করে জাতীয় ঐক্যফ্রন্ট। রোববার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ শুরু করে তারা।
বিক্ষোভ সমাবেশ শেষে বিকেল পৌনে ৫টার দিকে জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের নেতৃত্বে প্রেসক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে বের হয় ঐক্যফ্রন্ট নেতারা। প্রেসক্লাবের মোড়ে গেলেই পুলিশ তাদের বাধা দেয়। সেখানে নেতাকর্মীরা এ সরকারের পদত্যাগের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।