বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, ০৭ মার্চ ২০১৭
গোপালগঞ্চের টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ অর্পন ও শপথের মধ্য দিয়ে শিক্ষা সফর ২০০৭ এর সূচনা করেছে ঝালকাঠির উন্নয়ন সংগঠন জাগো সেন্টার ফর ডেভেলপমেন্ট। ৬ মার্চ সকালে ঝালকাঠি থেকে বাসযোগে সংগঠনের সদস্যরা টুঙ্গীপাড়ায় যাত্রা করে।
ঐতিহাসিক ৭ই মার্চ স্মরণে প্রথমেই টুঙ্গীপাড়ায় পৌঁছে সদস্যরা বঙ্গবন্ধুর মাজারে পুস্পার্ঘ অর্পণ করে ও ঝালকাঠি জাগো’র শপথ গ্রহন হয়। এরপর পিতার মাজারে সাংগঠনিক শপথ নেয় তাঁরা। পরে আবেগ আপ্লুত পরিবেশে বঙ্গবন্ধুর স্মৃতিবিজরিত জন্মস্থান, খেলার মাঠ, পুকুর, তাঁর ব্যবহার্য্য কিছু জিনিসপত্র ও লাইব্রেরীসহ মাজার এলকা ঘুরে দেখে প্রজন্মের প্রত্যয়ী জাগোর সদস্যরা।
দুপুরে স্থানীয় একটি হেটেলে মধ্যহ্নভোজের পর শেখ রাসেল শিশুপার্কে চলে সাংস্কৃতিক অনুষ্ঠানমালা। জাগোর সভাপতি ফারজানা ববি নাদিরার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাগোর সাংগঠনিক উপদেষ্টা পলাশ রায়, বিশেষ অতিথি ছিলেন টুঙ্গীপাড়া প্রেস ক্লাবের সভাপতি বিএম গোলাম কাদের, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেদ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম রেজাউল করিম এবং সাংবাদিক নজরুল ইসলাম। সেখানে আলোচনা সভা ছাড়াও অনুষ্ঠিত হয় নারী সদস্যদের বালিশ খেলা আর কিশোর-তরুণদের বল নিক্ষেপ। আরও আয়োজন করা হয় র্যফেল ড্র।
পুরো অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল বাশার বাপ্পি ও শিক্ষা সফর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শাকিল হাওলাদার। সন্ধ্যায় ৬০ সদস্যের এ সফর গোপালগঞ্জ থেকে যাত্রা করে রাতে ঝালকাঠি এসে পৌঁছায়।’’