পবিত্র ওমরাহ পালনের জন্য স্ব-পরিবারে সৌদি আরব যাচ্ছেন দৈনিক প্রথম সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক ও জমজম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক সাজ্জাদুল হক। আজ বৃহস্পতিবার (০৯ মার্চ) সৌদি এয়ার লাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবেন।
হলিডে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’র ব্যবস্থাপনায় বরিশালের আরও বেশ কয়েকজন ব্যবসায়ী পবিত্র ওমরাহ পালনের জন্য একই ফ্লাইটে সৌদি আরব যাচ্ছেন।
এযাত্রায় সঙ্গে রয়েছেন তার একমাত্র সন্তান আব্দুল্লাহ সিরাজী ও তার স্ত্রী সরকারি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির ফার্মাসি বিভাগের প্রভাষক সাবিহা সুলতানা সহ বরিশালের আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। তারা সবাই দেশবাসীর দোয়া কামনা করেন।”
বরিশালের খবর