৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

ওসির কাছে প্রধান উপদেষ্টার সহকারী পরিচয়ে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৪:৪৯ অপরাহ্ণ, ১৫ আগস্ট ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেপায়েত উল্লাহকে ফোন করে এক প্রতারক পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করেছে। জানা যায়, গত মঙ্গলবার ও বুধবার রাতে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে নিজেকে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সহকারী পরিচয় দেন। এসময় তিনি বলেন, আপনার (ওসি) নাম ছাত্র আন্দোলনকারীরা তালিকায় দিয়েছে, আপনার বড় ক্ষতি হয়ে যাবে।

এর জবাবে ভুক্তভোগী ওসি বলেন, ক্ষতি থেকে বাঁচতে কী করতে হবে? এরপর ওই প্রতারক বলেন, পঞ্চাশ লাখ টাকা দিলে ওই তালিকা থেকে আপনার নাম বাদ দিয়ে অন্য ওসির নাম দিয়ে দেব। বুধবার রাতে পুনরায় ফোন দিয়ে বলেন বিশ লাখ টাকা দিলেই সমাধান করা যাবে। এ বিষয়ে ওসি কেপায়েত উল্লাহ যুগান্তরকে বলেন, আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি। তারা তদন্ত করে ব্যবস্থা নেবেন বলেছেন।

62 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন