বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, ০৭ জানুয়ারি ২০২০
বার্তা পরিবেশক, অনলাইন:: টাঙ্গাইলের মধুপুরে রেখা জুয়েলার্সে ককটেল ফাটিয়ে স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মাধবী সিনেমা হল রোডে এ ঘটনা ঘটে।
দোকানের মালিক দূলর্ভ কর্মকার জানান, প্রথমে দুই ব্যক্তি দোকানে ক্রেতা হিসেবে বিভিন্ন রকমের স্বর্ণালঙ্কার দেখতে থাকেন। পরে একটি প্রাইভেটকার দোকানের সামনে এসে দাঁড়ানোর পর হঠাৎ বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় অতর্কিতে দোকানে প্রবেশ করে তারা লোহার রড, চাপাতি, কুড়াল ও চাকু বের করে ভয় দেখায় এবং আমাকে রড দিয়ে কয়েকটি আঘাত করে। অস্ত্রের মুখে দোকানে লুটপাট করতে থাকে দুর্বৃত্তরা।
‘দোকানের ডিসপ্লেতে রাখা স্বর্ণালঙ্কার লুটে ওই গাড়িতে উঠেই তারা মুহূর্তের মধ্যে চলে যায়। মাত্র ২০ মিনিটের মধ্যে ৭/৮ জনের দুর্বৃত্তরা দুই ব্যাগ ভর্তি করে প্রায় ৪০ থেকে ৫০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৬৫ হাজার টাকা নিয়ে ওই গাড়িতে করেই পালিয়ে যায়।’
প্রত্যক্ষদর্শী পাশের চালের দোকানদার শাহীন আলম জানান, হঠাৎ বিকট শব্দে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানোর পর পুরো এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে যায়। কি হচ্ছে বোঝা যায়নি।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।