১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম

কথা রাখলেন শেখ হাসিনা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:৪৭ অপরাহ্ণ, ০৩ নভেম্বর ২০১৬

পটুয়াখালীর পায়রা নদীতে সেতু নির্মাণে দ্রুত উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক স্কুলছাত্রের আবেদনময়ী চিঠির প্রেক্ষিতে এই নদীর ওপরে সেতু করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। এমনকি সেই স্কুলছাত্র শীর্ষেন্দু বিশ্বাসের প্রেরিত চিঠির জবাবও দিয়েছিলেন মমতাময়ী নারী শেখ হাসিনা। মূলত সেই বিষয়টি নিয়ে মিডিয়ায় ব্যাপক লেখালেখি পরে প্রধানমন্ত্রী সেতুটি নির্মাণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেন।

সেই নির্দেশনার আলোকে আগামী ১৮ নভেম্বর পটুয়াখালীর পায়রায় সরেজমিন পরিদর্শনে আসছেন ৭ সদস্যের বিশেষজ্ঞ টিম। সেই টিমে সেতু বিভাগের যুগ্ম-সচিব আলিম উদ্দিন আহম্মেদ, সেতু বিভাগের প্রধান প্রকৌশলী কবির আহম্মেদ, যুগ্ম-সচিব মো. সামসুজ্জামান, উপ-সচিব মো. রেজাউল হায়দার, মো. জাকির হোসেন, সেতু বিভাগের ২ নির্বাহী প্রকৌশলী ওহিদুজ্জামান ও মো. আবুল হোসেন।

পটুয়াখালী সড়ক ও জনপদ (সওজ) বিভাগ সূত্র জানিয়েছে, পরিদর্শন শেষে ৭ কার্যদিবসের মধ্যে সেতুর স্থান নির্ধারণ করে সুপারিশসহ কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দেয়ার নির্দেশনা দেয়া হয়। সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে, প্রতিবেদন পাওয়ার পরপরই সেতুটি নির্মাণে উদ্যোগ নেবে সরকার। যার মধ্য দিয়ে বাস্তবায়িত হবে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্র“তি।

এদিকে সেতুটি দ্রুত নির্মাণকল্প হাতে নেয়ায় আনন্দে উদ্বেলিত গোটা পটুয়াখালীবাসী। কারণ একটি ছেলের আবেদনের প্রেক্ষিতে দীর্ঘদিনের আঙ্খাকা তাদের পূরণ হতে চলছে। ঘটনায় প্রকাশ, পটুয়াখালীর মীর্জাগঞ্জ এলাকার বাসিন্দা শিলা রানীর ছেলে শীর্ষেন্দু বিশ্বাস নদী পার হয়ে স্কুলে যাওয়ার কষ্টকথা উলে¬খ করে একটি চিঠি লেখে।

সরকারি জুবলি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র সেই চিঠিটিতে নানা দুর্ভোগের অংশবিশেষ তুলে ধরে। স্কুলছাত্রের লেখা চিঠিটি গত আগস্ট মাসের ১৫ তারিখ তার মা শিলা রানী ডাকযোগে প্রধানমন্ত্রীর কাছে প্রেরণ করেন। সেই আবেদনের প্রেক্ষিতে ৮ সেপ্টম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখিতভাবে সেতু নির্মাণের আশ্বাস দিয়ে স্কুলছাত্রকে পাল্টা চিঠি পাঠান।

প্রধানমন্ত্রীর প্রেরিত সেই চিঠি স্কুলে পৌছায় ২০ সেপ্টম্বর। বিষয়টি নিয়ে মিডিয়ায় লেখালেখির কারণে তখন স্কুলছাত্র শীর্ষেন্দু বিশ্বাস ছিলো আলোচনার কেন্দ্রবিন্দুতে। যে কারণে কিছুদিন পরই ২৭ সেপ্টম্বর সরকারি জুবলি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে পটুয়াখালীর জেলা প্রশাসক একেএম নাসিমুল হক সিদ্দিকী চিঠিটি স্কুলছাত্রের হাতে তুলে দেন।

22 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন