বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৬:১৫ অপরাহ্ণ, ১১ মার্চ ২০১৭
কবি আহসান হাবীবের জন্মশতবর্ষ ও ’আড্ডা-ধানসিড়ি’র ৫০তম আড্ডা উদ্যাপন উপলক্ষে শুক্রবার বরিশাল নগরীর কর্মবীর আবদুল খালেক খান গণপাঠাগারে (খেয়ালী থিয়েটার কার্যালয়) দিনভর একটি সেমিনার, আলোচনা, আড্ডা , কবিতা আবৃত্তি, বিকালে নৌ-ভ্রমণ ও অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
ধানসিড়ি সম্পাদক মুহম্মদ মুহসিনের সভাপতিত্বে সেমিনারের মুখ্য আলোচক ও আড্ডার কেন্দ্রিক ব্যক্তিত্বের মর্যাদায় উপস্থিত ছিলেন আহসান হাবীবের ওপর প্রথম পূর্ণাঙ্গ সমালোচনা-গ্রন্থের প্রণেতা কবি ও প্রাবন্ধিক তুষার দাশ।
সেমিনারে ‘আহসান হাবীব’ ব্রাউনিং-এর স্বরের বাঙালি অভিযোজন’ শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্নাকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত গবেষক ফাহিমা ইয়াসমিন কেয়া।
অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক কবি শামীম রেজা, কবি হারিস মিজান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা ও ইংরেজি বিভাগের শিক্ষকগণ, অধ্যক্ষ তপংকর চক্রবর্তী, নগরীর সরকারি কলেজসমূহের বাংলা ও ইংরেজি বিভাগের শিক্ষকবৃন্দ প্রমুখ।
আলোচকরা বলেন- আমাদের জানামতে কবি আহসান হাবীবের জন্মশতবর্ষ উপলক্ষে বৃহত্তর বরিশালে ’আড্ডা ধানসিড়ি’ই এযাবৎ একটি একাডেমিক সেমিনার ও উৎসব জাতীয় অনুষ্ঠানের আয়োজন করেছে।
তারা কবি আহসান হাবীবের জীবন ও কর্মের মূল্যায়ন এবং বাংলদেশের সমাজ ও সাহিত্যের ওপর তার প্রভাব নিয়ে গবেষণার জন্য তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহব্বান জানান।
সেই সাথে অকাল প্রয়াত কবি আবুল হাসানকে নিয়েও আলোচনা ও চর্চা করতে উদ্যেগী হওয়ার জন্য তারা ’আড্ডা-ধানসিড়ি’কে অনুরোধ করেন। আড্ডা ও সেমিনার শেষে আড্ডা ধানসিড়ির আড্ডারুগণ অনুষ্ঠানের ব্যানার ও টি-শার্ট নিয়ে মিছিল করে মুক্তিযোদ্ধা পার্কে উপস্থিত হন।
সেখান থেকে অপরাহ্নে উৎসবের আমেজে আড্ডারুগণ কীর্তনখোলায় নৌভ্রমণে বের হন এবং নেচে গেয়ে একটি উৎসবময় দিন অতিবাহিত করেন।