১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

কবি মঞ্জুর মহসিন গণগ্রন্থাগারের উদ্যোগে ৩০ জন দরিদ্র রোগীর ছানি অপারেশন

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৮:১৬ অপরাহ্ণ, ০৮ জুন ২০২৩

কবি মঞ্জুর মহসিন গণগ্রন্থাগারের উদ্যোগে ৩০ জন দরিদ্র রোগীর ছানি অপারেশন

রাহাদ সুমন, বানারীপাড়া : বরিশালের বানারীপাড়ায় চাখার ইউনিয়নের সোনাহারের কবি মঞ্জুর মহসিন গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ফিরোজ সিকদারের উদ্যোগে ৩০ জন দরিদ্র চক্ষু রোগীর ছানি অপারেশন ও ৯০ জনের ফ্রি চক্ষু চিকিৎসা সেবা এবং ওষুধ দেওয়া হয়েছে।

৫ জুন বরিশালের রুপাতলী গ্রামীণ চক্ষু হাসপাতালে তাদের এ চিকিৎসা সেবা দেওয়া হয়। ৬ জুন ছানি অপারেশনের রোগীরা হাসপাতাল ছেড়ে বাড়িতে ফিরে যান।

উল্লেখ্য, উজিরপুর উপজেলার কৃতি সন্তান জনপ্রশাসন মন্ত্রনালয়ের সাবেক যুগ্ম সচিব (সদ্য প্রয়াত) কবি মঞ্জুর মহসিনের নামে বানারীপাড়ার চাখার ইউনিয়নের সোনাহার গ্রামের ফিরোজ সিকদার ‘কবি মঞ্জুর মহসিন গণগ্রন্থাগার’ প্রতিষ্ঠা করে এর ব্যানারে এলাকায় নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।

 

27 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন