নিজস্ব বার্তা পরিবেশক:: বরিশাল শের-ই বাংলা মেডিকেল (শেবাচিম) হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষায় মেশিন স্থাপন কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে নির্ধারিত কক্ষের কনষ্ট্রাকশনের কাজ শেষের পথে। শুক্রবার রাতে এ কাজ পুরোপুরি শেষ হলে মূল মেশিন বসানোর উদ্যোগ নেওয়া হবে। আগামী ২/৩দিনের মধ্যে মেশিন বসানোর প্রক্রিয়া শেষ হলে সেই দিন থেকেই প্রাণঘাতী করোনা ভাইরাস শনাক্তকরণ পরীক্ষা শেবাচিমেই করা সম্ভব হবে। বুধবার সকালে পরীক্ষাগারটি পরিদর্শন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম এমপি। এসময় হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেনও ছিলেন।
উল্লেখ্য- দক্ষিণাঞ্চলের বিভাগীয় শহর বরিশালে করোনা ভাইরাস পরীক্ষার কোন উপকরণ বা পরীক্ষাগার ছিল না। এনিয়ে পত্র-পত্রিকায় ব্যাপক লেখালেখি হলে বরিশাল সদর আসনের এমপি জাহিদ ফারুক শামীম দ্রুত একটি মেশিন শেবাচিমে স্থাপনে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সুপারিশ রাখেন।
হাসপাতাল সূত্র জানায়- মঙ্গলবার মেশিনটি শেবাচিম হাসপাতালে আসলে সেদিন থেকেই স্থাপনে কাজ শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল অভ্যন্তরের একটি কক্ষকে করোনা পরীক্ষার ল্যাব হিসেবে রুপ দিতে কাজ শুরু হয়ে এখন শেষের দিকে রয়েছে। কনষ্ট্রাকশনের কাজ শেষে মেশিনটি স্থাপন প্রক্রিয়া শুরু হবে। এটি শুক্রবার হওয়ার সম্ভবনা রয়েছে।
এর মাঝে বুধবার সকালে আকস্মিক কক্ষটি পরিদর্শন করে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম। এসময় তিনি দ্রুত পরীক্ষাগারের কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এবং করোনা নিয়ে বরিশালবাসীকে আতঙ্কিত না হওয়ারও পরামর্শ দিয়েছেন।
হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বরিশালটাইমসকে জানান, বিশেষজ্ঞ প্রকৌশলী টিমের নেতৃত্বে পরীক্ষাগার স্থাপনের কাজ চলছে। শুক্রবারের মধ্যে কনষ্ট্রাকশনের কাজ শেষ হলে মেশিটি স্থাপন করে ২/৩ দিনের মধ্যে রোগীদের পরীক্ষা করা সম্ভব হবে।’