বার্তা পরিবেশক, অনলাইন :: বিশ্বজুড়েই করোনা আতঙ্ক। ভয়ে একান্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে পা রাখছে না লোকজন। আর এর মধ্যেই কিনআ মাঝরাতেই পানশালায় উদ্দাম নাচে মেতে উঠলো ব্রিটেনের উঠতি বয়সী তরুণ-তরুণীরা।
শুধু লন্ডন নয়, শুক্রবার মধ্যরাতে ব্রিটেনের বড় বড় সব ক’টি শহরেই একই চিত্র দেখা গেছে। অন্য দিনগুলোর তুলনায় যেন একটু বিশি মাত্রাতেই উন্মাদ হয়ে উঠেছিল ব্রিটেনের তরুণ প্রজন্ম।
ব্রিটেনের পানশালা, রেস্তোরাঁ, জিম ও অবকাশযাবন কেন্দ্রগুলো পুরোপুরি বন্ধ করে দেয়া হবে। কাল সকাল থেকে এগুলো আর খুলবে না। শুক্রবার প্রধানমন্ত্রী বরিস জনসনের এ ঘোষণা ছড়িয়ে পড়তেই মাঝরাতেই জমজমাট হয়ে ওঠে ব্রিটিশদের ‘শেষ পানশালা’। রোববার রাতেই এসব পানশালা বন্ধ হওয়ার খবর শুনে যুবক-যুবতীদের ঢল নামে দেশের পানশালাগুলোতে।
করোনা আতঙ্ক তাদের যে ছুঁতে পারেনি এ ঘটনা তার সুস্পষ্ট প্রমাণ। তারা সুরার পেয়ালা হাতে উদ্দাম নাচে মত্ত ছিলেন। চলছে নাচ, রঙ্গ, রসিকতা, গল্প। নানান ঢংয়ের আড্ডা।
অথচ যুক্তরাজ্য করোনায় মারা গেছেন ১৭৭ জন। আক্রান্ত হয়েছেন কমপক্ষে ৪০০০। তবে প্রকৃত সংখ্যা ১০ হাজারের বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে।
Other