সাইদুল ইসলাম :: পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান গোলাম মোস্তফা কবিরের উদ্যোগে সচেতন ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে মাঠে নেমেছ, মোস্তফা গোলাম কবির, সকালে ৯ টা থেকে মাঠ পর্যায়ে কাজ করেন তিনি নিজ উদ্যোগে, স্প্রে মেশিন দিয়ে জীবাণুনাশক স্প্রে (ব্লিচিং পাউডার মিশ্রিত পানি) করার কাজ করছেন।
সোমবার (৩০মার্চ) সকালে প্রতিদিনের মতো আজকে ও উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাকে ঘিরে নিজ হাতে সড়কে জীবাণুনাশক স্প্রে করেন।এসময় তিনি,সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করে ও ব্যবসায়ী, দিনমজুর, গাড়ির ড্রাইভারসহ পথচারীদের হাতে এসব লিফলেট তুলে দেন। এসময় তিনি জনগণকে আতঙ্কিত না হয়ে নিয়মিত হাত-মুখ ও পা ধোয়া, বাড়ির আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ বিদেশ ফেরত প্রবাসিদের হোম কোয়ারেন্টাইন থাকার পরামর্শ দেন।
এ বিষয়ে পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির বরিশালটাইমসকে জানান, সারা বিশ্বে করোনা আতঙ্কে মানুষ ভুগছে। এক দেশ থেকে অন্য দেশের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।
যাতে মানুষ এই আতঙ্ক এবং করোনা প্রতিরোধ সম্পর্কে বুঝতে পারে তার জন্য আমরা সচেতনতা গড়ে তোলার লক্ষে জীবাণুনাশক স্প্রে লিফলেট বিতরণ ও পরামর্শ দিচ্ছি। সাথে সাথে মানুষকে সাহস ও যোগাচ্ছি। এতে নিম্নআয়ের মানুষেরা এ সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন। বর্তমান করোনা পরিস্থিতিতে গোলাম মোস্তফা কবিরের উদ্যোগ সর্বস্তরে ব্যাপক প্রশংসিত হয়েছে।সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি (ভিডিও) ভাইরাল হয়েছে।
পাশাপাশি নিজেদের উদ্যোগে ও মানবিক দায়বদ্ধতা থেকে আমরা নিম্নআয়ের কর্মহীন মানুষের জন্য কিছু করতে চাই। এই মুহূর্তে জনসমাগম এড়ানোর জন্য সামাজিক দুরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাকে মাথায় রেখে আমাদের কাজ করতে হবে।এবিষয়ে গোলাম মোস্তফা কবির বরিশালটাইমসকে জানান, বর্তমান আপদকালীন সময়ে সাধ্যমত মানুষের পাশে থাকার মানবিক চেতনা নিয়ে সংগঠনের এমন কার্যক্রম অব্যাহত থাকবে। পরবর্তীতে পরিস্থতি বিবেচনা করে সকল সদস্যদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আরো কল্যাণমুখী পদক্ষেপ গ্রহণ করা হবে।