বার্তা পরিবেশক, অনলাইন :: ফরিদপুরের মধুখালী উপজেলার এক দম্পতিকে করোনা আক্রান্ত সন্দেহে গতকাল মঙ্গলবার রাতে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তফা মনোয়ার জানান, মধুখালী উপজেলপার রায়পুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামের এক ব্যক্তি ফরিদপুর শহরের ব্যাটারিচালিত ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। কয়েকদিন ধরে তিনি জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন। অসুস্থতা বেড়ে গেলে গত সোমবার তিনি বাড়ি ফিরে যান।
গতকাল মঙ্গলবার বিষয়টি জানাজানি হলে ইউএনও এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম ওই ব্যক্তির বাড়িতে যান। পরে ওই দম্পতিকে অ্যাম্বুলেন্সযোগে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ইউএনও আরো বলেন, ওই ব্যক্তির প্রতিবেশীদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান আজ বুধবার দুপুরে জানান, ওই দম্পতিকে আাইসোলেশন ওয়ার্ডে রেখে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। করোনাভাইরাস পরীক্ষাটি রাজধানী ঢাকায় পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন। তবে তারা দুজনে যথেষ্ট সুস্থ রয়েছেন।
দেশের খবর