১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

‘কর বাহাদুর পরিবার’ ভূষিত বরিশালের বিশিষ্ট ব্যবসায়ি আব্দুর রাজ্জাক

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:৪৪ অপরাহ্ণ, ০৮ নভেম্বর ২০১৭

ধারাবাহিক কর দিয়ে সরকারী স্বকৃতিস্বরুপ বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন বরিশাল শহরের স্বনামধন্য প্রতিষ্ঠান ‘মেসার্স আব্দুর রাজ্জাক’র স্বত্ত্বাধিকারী আলহাজ আব্দুর রাজ্জাক ও তার গোটা পরিবার। তাছাড়া ২০১৬-১৭ অর্থ বছরেও কর দিয়ে তিনি রয়েছেন বেশ আলোচনায়। বিশেষ কারণে এই ব্যক্তি ও তার পরিবারকে সরকারের পক্ষ থেকে ‘‘কর বাহাদুর পরিবার’’ উপাধীতে ভূষিত করা হয়েছে।

অবশ্য ইতিমধ্যে সম্মাননাস্বরুপ তাকে ও তার পরিবারকে নিমন্ত্রণ করে কর অঞ্চল বরিশাল বিভাগের পক্ষ থেকে বিশেষ মর্যাদাও দিয়েছেন। বুধবার (০৮ নভেম্বর) বরিশাল শহরের হোটেল গ্রান্ড পাার্কে শীর্ষ করদাতাদের সম্মাননা অনুষ্ঠানে তাকে নিমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে সরকারী স্বকৃতিস্বরুপ আব্দুর রাজ্জাকের হাতে ক্রেস্ট তুলে দেন বরিশাল সদর আসনের এমপি জেবুন্নেছা আফরোজ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল আমিন ও বরিশাল বিভাগীয় কর কমিশনার জাহিদ হাসান।

অবশ্য সেখানে বরিশাল বিভাগের ৬টি জেলার আরও ৫৪ করদাতাকেও সম্মাননা দেওয়া হয়। সরকারী স্বকৃতি পেয়ে খুশি হয়েছেন আব্দুর রাজ্জাক ও তার গোটা পরিববার। ওই সময় তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের জানিয়েছেন- তাদের প্রতিষ্ঠান ‘‘মেসার্স আব্দুর রাজ্জাক’ সরকারের সকল নিয়ম কানুন মেনে প্রতি বছর কর প্রদান করছে।

সেই ধারাবাহিকতা ২০১৬-১৭ অর্থ বছরেও বজায় রেখেছিলেন। যে কারণে বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছে তিনি। প্রথমবারের করদাতাদের সম্মাননা দিয়ে ভূষিত করার সরকারের প্রধনমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল মুহিতকে ধন্যবাদ জানিয়েছে এই বিশিষ্ট ব্যবসায়ি।’’

26 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন