কলাপাড়ায় গ্রামীণ কিশোরীদের সেলাই প্রশিক্ষণ
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:: পটুয়াখালীর কলাপাড়ায় বিকল্প জীবিকায়নের লক্ষে গ্রামীণ ২০ জন কিশোরীকে সেলাই প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এসব কিশোরীদের দেয়া হয় হাতে কলমে প্রশিক্ষন। বে-সরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এনশিয়র প্রটেকশন এন্ড জাস্টিস থ্রু ইন্টিগ্রেটেড এপ্রোচ’র উদ্যোগে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজিপুর সাইক্লোন সেন্টারের হলরুমে তিনদিন ব্যাপী এ প্রশিক্ষণের আয়োজেন করা হয়।
এ কর্মশালায় উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ ইপজিয়া প্রকল্পের প্রোগ্রাম অফিসার সীমা ভেরোনিকা রোজারিও, হাজিপুর সিপিসি কমিটির সাধারণ সম্পাদক এলবার্ট শোভন বিশ্বাস, সহ-সম্পাদক জুলিয়েট বাড়ৈ প্রমুখ।
ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ ইপজিয়া প্রকল্পের প্রোগ্রাম অফিসার সীমা ভেরোনিকা রোজারিও বলেন, গ্রামীণ কিশোরী মেয়েদের পড়াশুনার পাশাপাশী স্বাবলম্বী করে তোলার জন্য ও পরিবার পর্যায়ে বিকল্প আয়ের লক্ষে অভিজ্ঞ ট্রেইনার দ্বারা ৩ দিনব্যাপি ২০ জনকে হাতে-কলমে এবং মৌলিক প্রশিক্ষণ দেয়া হচ্ছে। পরবর্তীতে এসব কিশোরীদের মাঝে সেলাই মেশিন প্রদান করা হবে।
পটুয়াখালি, বিভাগের খবর