১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
দেশ থেকে যে টাকা পাচার হয়েছে, তা দিয়ে ৬৫টা পদ্মা সেতু করা যেতো সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিলেন ট্রাইব্যুনাল জীবিত স্বামীকে ‘মৃত’ দেখিয়ে শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, ব্যবসায়ীকে ৩ মাসের জেল যশোরের শার্শায় প্রবাসীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় মামলা আওয়ামী লীগ-বিএনপি দুটাই অত্যাচারী: ফয়জুল করিম ভান্ডারিয়া পৌর কৃষক দলের কমিটি গঠন: সভাপতি শামীম শিকদার, সাধারণ সম্পাদক আল আমিন মুন্সী ভান্ডারিয়ায় পীরের কেরামতে হাজারো মানুষের ভিড় ঝাড় ফুঁক নিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু! ঝালকাঠিতে প্রেমিকার আনা নুডুলস খেয়ে প্রেমিকের মৃত্যু

কলাপাড়ায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৫:০৭ অপরাহ্ণ, ০৬ অক্টোবর ২০২৪

কুয়াকাটা প্রতিনিধি।। পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসানাত মোহাম্মদ আরিফীন কলাপাড়ায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে এক মতবিনিময় সভা করেছে।

রবিবার দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পায়রা হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, গণমাধ্যম কর্মী, বিভিন্ন সামাজিক সংগঠন, এনজিও প্রতিনিধি, ছাত্র প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসানাত মোহাম্মদ আরিফীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ সেনাবাহিনীর পায়রা ক্যাম্প অধিনায়ক ক্যাপ্টেন শাবাব, কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিমল কৃষ্ণ মল্লিক।

উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন শিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপি’র সভাপতি গাজী মো:ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজের অধ্যক্ষ শাহ আলম মিয়া, কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল ইসলাম মিয়া, সাংস্কৃতিক কর্মী কল্লোল বিশ্বাস, কৃষক মোস্তফা জামান, জেলে আনোয়ার মাঝি প্রমুখ।

126 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন