বরিশালটাইমস, ডেস্ক
প্রকাশিত: ০৬:২২ অপরাহ্ণ, ৩১ মে ২০২৩
কলাপাড়ায় নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর কলাপাড়ায় রায়হান গাজী (২২) নামের এক যুবকের বিরুদ্ধে নবম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে।এ ঘটনায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে রায়হানকে প্রধান আসামি করে তিনজনের নামে কলাপাড়া থানায় ধর্ষণের মামলা করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ২৮ মে রায়হান ওই শিক্ষার্থীকে বিদ্যালয়ের পাশের একটি টিনের ঘরে নিয়ে যায়। সেখানে অপর দুই আসামির সহযোগিতায় তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ওই ছাত্রীর ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে তারা দৌড়ে পালিয়ে যায়। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, ওই শিক্ষার্থীকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।