কলাপাড়ায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কার্যালয়ে ভাংচুর
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কার্যালয়ে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাংচুর করেছে । শুক্রবার শেষ বিকালে পৌর শহরের মাদ্রাসা রোডস্থ সমিতির অফিসে এ হামলার ঘটনা ঘটে।
এসময় ভাংচুর করা হয় চেয়ার, টেবিল, টিভি, কম্পিউটার ও আসবাবপত্র। এছাড়া দুর্বৃত্তরা একটি ল্যাপটপ ও একটি প্রজেক্টর নিয়ে যায় বলে অভিযোগ করেন সমিতি’র সাধারন সম্পাদক মাহমুদুর আলম পলাশ।
তিনি আরো বলেন শিক্ষক সমিতি নিয়ে প্রতিপক্ষ শিক্ষকদের সঙ্গে আদালতে একটি মামলা চলমান রয়েছে। তারাই এ হামলা চালিয়েছে বলে ধরনা করেন তিনি।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
পটুয়াখালি, বিভাগের খবর