১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কলাপাড়ায় বিয়ে বাড়িতে হামলা আহত ২

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৭:৩৩ অপরাহ্ণ, ০৫ জুন ২০২৩

কলাপাড়ায় বিয়ে বাড়িতে হামলা আহত ২

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ে বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে নারী পুরুষসহ বেশ কয়েকজন আহত হয়েছে। রবিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের চরপাড়া গ্রামের নাসির হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের নাসির হাওলাদারের মেয়ের বিয়েতে দূর-দূরান্ত থেকে আত্মীয়-স্বজন বেড়াতে আসেন। ঘটনার দিন রাতে ওৎপেতে থাকা স্থানীয় প্রায় ১০/১৫ জনের একটি দল পূর্ব পরিকল্পিতভাবে বিয়ে বাড়িতে বেড়াতে আসা লোকজনের উপর হামলা চালায়।

 

এসময় মো.সবুজ মাতব্বর ও মো. ইব্রাহিম গুরুতর আহত হয়। কলাপাড়া থানার মো. জসিম বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। ইতোমধ্যে তিন জনকে আটক করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

24 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন