বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৬:২৮ অপরাহ্ণ, ৩০ মে ২০২৩
কলাপাড়ায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:: পটুয়াখালীর কলাপাড়ায় স্ত্রীকে হত্যার আভিযোগে স্বামী শাহ আলমকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে উপজেলা লতাচাপলী ইউনিয়নের মুসুল্লীয়াবাদ গ্রামের নিজ বাড়ি থেকে মহিপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় ওই নারীর বড় ভাই আবুল হাসেম বাদী হয়ে শাহ আলমের নামে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মততাজ বেগমের সাথে দীর্ঘদিন ধরে তার স্বামী শাহআলমের পারিবারিক বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সোমবার গভীর রাতে দু’জনের কথাকাটাকাটি হয়। সকালে পুলিশ গিয়ে পুকুর থেকে তার লাশ উদ্ধার করে।
মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, গৃহবধূর লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার স্বামী মো.শাহ আলমকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।’