পটুয়াখালীর কলাপাড়া উপজেলা টিয়াখালী ইউনিয়ন পরিষদের মেম্বার ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কবির গাজীর ছেলে ছাত্র কল্যাণ ক্লাবের সভাপতিসহ ৪ জনকে মুখোশধারী সন্ত্রাসীরা কুপিয়ে গুরুতর জখম করেছে।
অহত ছাত্র কল্যাণ ক্লাবের সভাপতি মো. হাসানুজ্জামান অভি গাজী (২৭) কোয়েল (৩০), আহামদ উল্লাহ (৩০) ও চল বিদ্ধ পপি (২৮) নামের এক মহিলাকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।
সোমবার রাত আটটার দিকে পৌর শহরের মাদ্রাসা রোডের কালভার্ট এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে সংকটপন্ন অবস্থায় অভি গাজী, কোয়েল, আহামদ উল্লাহ উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে।’
আহতরা জানান, রাত আটটার দিকে পৌর শহরের মাদ্রাসা রোডের কালভার্ট এলাকায় কথা বলার সময় পিছন থেকে একদল মুখোশধারী দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপড় উপর্যপুরি আঘাত করে।
এ সময় চল (সরকি) নিক্ষেপ করলে স্থানীয় হোটেল ব্যবসায়ী পপির পিঠে তা বিদ্ধ হয়।
কলাপাড়া হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান- অভি গাজীর অবস্থা বেশ সংকটাপন্ন।
কলাপাড়া থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম শাহনেওয়াজ বরিশালটাইমসকে জানান, খবর পেয়ে ঘটনাস্থালে পুলিশ পাঠানের হয়েছে।”
বরিশালের খবর